/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mixed-1.jpg)
প্লে-অফে ওঠায় হায়দরাবাদের কৃতজ্ঞতা মুম্বইকে, মিমের ফোয়ারা টুইটারে
২০১৬ সালে আইপিএল জয়ী সানরাইজার্স হায়দরাবাদ এই নিয়ে টানা চার মরসুম প্লে-অফে জায়গা করে নিল। তবে এবার রীতিমতো ভাগ্যদেবীর সহায়তায় শেষ চারে জায়গা করতে পেরেছে তারা। ১২ বছরের টুর্নামেন্টে এর আগে কোনও টিম মাত্র ১২ পয়েন্ট নিয়ে প্রথম চারে যাওয়ার নজির গড়েনি। আর সেটাই করেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলবে হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লিগের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে হেরেছে। আর এই হারেই নেট রানরেটের বিচারে হায়দরাবাদ চলে গিয়েছে প্রথম চারে। কেকেআরকে হারিয়ে সানরাইজার্সকে প্লে-অফের রাস্তা করে দেওয়ার জন্য সানরাইজার্সের ফ্যানেরা ধন্যবাদ জানাল রোহিত শর্মার দলকে।
আরও পড়ুন: কোয়ালিফায়ারে ফের ‘এল-ক্লাসিকো’, এলিমিনেটরে দিল্লি-হায়দরাবাদ
— Team Mahesh Babu (@Prudhvi34510373) May 5, 2019
???????? pic.twitter.com/GHVpCHkKPT
— Gupta p (@Guptamb24) May 5, 2019
Summary of tonight's match n playoffs ????????♀️????????????#OrangeArmy#RiseWithUs#MIvKKRpic.twitter.com/VJknGpr14c
— Shwetha (@shwetha0811) May 5, 2019
Fbb stylish player and Game Changer of the match award goes to "Robbie uthappa" pic.twitter.com/CBPYmP8Wgs
— madhav Simma (@madhavasimma) May 5, 2019
???? #MIvKKRpic.twitter.com/F2g43hTseI
— ⓚⓐⓥⓘ???????????? (@kavi_yellove) May 5, 2019
— #OrangeArmy (@DavinciBodhi) May 5, 2019
টুইটারে মিমের ফোয়ারা এখন। কলকাতাকে ১৩৩ রানে বেঁধে দেওয়ার অন্যতম কারিগর লাসিথ মালিঙ্গা। তিনি তিন উইকেট তুলে নিয়েছিলেন। ফলে মালিঙ্গাকেও সাধুবাদ জানাচ্ছেন ফ্যানেরা। অন্যদিকে আবার কেকেআরের ব্যাটসম্যান রবিন উথাপ্পাকেও চূড়ান্ত ট্রোলড হতে হয়েছে। দলের প্রয়োজনে জ্বলে ওঠার রাতে তিনি ৪৭ বলে ৪০ রানের স্লথ ইনিংস খেলেছিলেন। সেজন্যই টুইটার তাঁকে ধুয়ে দিল।