Mohun Bagan Super Giant and East Bengal FC Live Streaming: ২০১৭-য় শেষবার ওড়িশা ফেডারেশন কাপে ধুন্ধুমার ডার্বির সাক্ষী থেকেছিল। সাত বছর পর ফের একবার কলকাতা ডার্বি (Kolkata Derby) কলিঙ্গ রাজ্যে। রাত পোহালেই ইস্ট-মোহনের সম্মুখ সমর দেখবে কলিঙ্গ স্টেডিয়াম। সুপার কাপের (Super Cup 2024) লড়াইয়ে সেই বাঙাল-ঘটির যুদ্ধ।
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের রূপরেখা নির্ধারণ করে দেবে সুপার কাপের লড়াই। অর্জিত পয়েন্ট এবং গোল পার্থক্যে দুই দলই একই বিন্দুতে। তবে মোট গোল স্কোরিংয়ের হিসাবে এগিয়ে ইস্টবেঙ্গল।
ড্র করলেই এডভান্টেজ ইস্টবেঙ্গল। তবে ড্র নয় জয়ের লক্ষ্যেই নামবে ইস্টবেঙ্গল। মহাযুদ্ধের একদিন আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল বস কার্লেস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, "দুই দলই ম্যাচে নামার জন্য উদগ্র। তবে ড্রয়ের লক্ষ্যে নামলে অনেকসময় ম্যাচ হারতে হয়। তাই আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।" সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন লাল-হলুদ ক্যাপ্টেন ক্লিটন সিলভাও। যিনি কোচের সুরে সুর মিলিয়ে বলছেন, "আমরা কোনওভাবেই ড্রয়ের কথা ভাবছি না। এটা দুর্দান্ত একটা ম্যাচ, ভারতের সেরা ম্যাচ। এই ম্যাচের অংশ হতে পেরে আমি সম্মানিত।"
আরও পড়ুন: ISL, আইলিগ জয়ী ইস্ট-মোহন তারকা! নির্বাচনে নেমেই গোল, করলেন বাজিমাত, হলেন MLA
মোহনবাগানে অস্থায়ী কোচ ক্লিফোর্ড মিরান্দা মহারণের আগে বলে দিয়েছেন, "এই ম্যাচ আমাদের কাছে তৎপর্য্যের স্রেফ ডার্বির জন্য নয়। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্যও। এটাই বেশি গুরুত্বপূর্ণ।"
ডার্বিতে খাতায় কলমে এগিয়ে ইস্টবেঙ্গল। কারণ খুব স্পষ্ট, এএফসি এশিয়ান কাপের জন্য দলের প্ৰথম একাদশের আট তারকা নেই মোহনবাগানে। চোটের তালিকায় রয়েছেন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান। এছাড়াও জাতীয় দলের সঙ্গে থাকা দীপক টাংরি, মনবীর সিং, আনোয়ার আলি, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, বিশাল কাইথ নেই।
ক্লিফোর্ড মিরান্দার কোচিংয়েই মোহনবাগান সুপার কাপের প্ৰথম দুই ম্যাচে জয় পেয়েছে শ্রীনিধি ডেকান এবং হায়দরাবাদ এফসির বিপক্ষে। ইস্টবেঙ্গল আবার ডার্বির আগে টানা দুই ম্যাচে জয় পেয়েছে।
When And Where to Watch Super Cup 2024 East Bengal vs Mohun Bagan SG derby live streaming
সুপার কাপে (Super Cup) ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal vs Mohun Bagan SG) লড়াই কবে?
সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ ১৯ জানুয়ারি, শুক্রবার।
সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (Mohun Bagan SG vs East Bengal) ডার্বি (Kolkata Derby) কখন শুরু হবে?
সুপার কাপের ডার্বি সন্ধ্যে সাড়ে ৭ টায় শুরু হবে।
সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি (EBFC vs MBSG) কোথায় হবে?
সুপার কাপের ইস্ট-মোহন ডার্বি হবে ওড়িশার আইকনিক কলিঙ্গ স্টেডিয়ামে।
সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি কোন চ্যানেলে উপভোগ করা যাবে?
সুপার কাপের ইস্ট-মোহন ডার্বি স্পোর্টস-১৮ চ্যানেলে (Sports-18) উপভোগ করা যাবে।
কোন ডিজিটাল প্ল্যাটফর্মে সুপার কাপের ডার্বি লাইভ সম্প্রচার করা হবে?
ডিজিটাল প্ল্যাটফর্মে জিও সিনেমা (Jio Cinema) এপ এবং ওয়েবসাইটে ডার্বি লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।