Super Cup: সুপার কাপে মোহনবাগানের জন্য সহজ প্রতিপক্ষ, ইস্টবেঙ্গলের সামনে কোন চ্যালেঞ্জ?

In the Super Cup 2025, Mohun Bagan gets an easier opponent, but who will East Bengal face? Check out the full schedule! সুপার কাপ ২০২৫-এ মোহনবাগান পেল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, কিন্তু ইস্টবেঙ্গলের লড়াই কাদের বিরুদ্ধে? জেনে নিন পুরো ফিক্সচার!

In the Super Cup 2025, Mohun Bagan gets an easier opponent, but who will East Bengal face? Check out the full schedule! সুপার কাপ ২০২৫-এ মোহনবাগান পেল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, কিন্তু ইস্টবেঙ্গলের লড়াই কাদের বিরুদ্ধে? জেনে নিন পুরো ফিক্সচার!

author-image
IE Bangla Sports Desk
New Update
MB-EB: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল

MB-EB: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। (ছবি- ফেসবুক)

Super Cup 2025: Mohun Bagan Gets a Favorable Draw, East Bengal’s Opponent Revealed!: সুপার কাপে এবার সহজ প্রতিপক্ষ পেয়েছে মোহনবাগান। এবছরের সুপার কাপের সূচি ঘোষিত হয়েছে। তা থেকেই ব্যাপারটা জানা গিয়েছে। তবে, প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি। তবে, গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে, সেটা ঠিক হয়ে গিয়েছে। তা হল, কেরল ব্লাস্টার্স। কারণ, কেরলই ৮ নম্বরে থেকে দৌড় শেষ করেছিল। এবার আইএসএলের প্লে অফে উঠতে ব্যর্থতায় রীতিমতো মনমড়া ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি। এই পরিস্থিতিতে কোচ অস্কার ব্রুজোঁর দল সুপার কাপকেই তাদের পাখির চোখ করছে।

Advertisment

এএফসি চ্যালেঞ্জ লিগে ব্যর্থতার পর বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুঁজো এই পরিস্থিতিতে ফুটবলারদের বেশ কিছুদিন বিশ্রাম দিয়েছেন। দেশে ফিরে গিয়েছেন অধিকাংশ বিদেশি ফুটবলারই। ক্লেটন সিলভ, মেসি বাউলিরা আপাতত শহরে থাকলেও তাঁরাও শিগগিরিই ফিরে যাবেন। সুপার কাপ শুরু হতে ২১ এপ্রিল। আইএসএলের ১৩টি দল ছাড়াও আইলিগের ৩টি দলও খেলবে এই টুর্নামেন্টে। 

আরও পড়ুন- কেকেআরের দুশ্চিন্তা বাড়ল, ফিট হয়ে ফিরলেন প্রতিপক্ষের তারকা, ইডেনে ঝড় তুলতে পারেন!

গতবার সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তাতেই লাল-হলুদ শিবিরের ১২ বছরের এই ট্রফিখরা কেটেছিল। এবারও ফের সুপার কাপে নামতে চলেছে ইস্টবেঙ্গল। ফলে, সমর্থকরা রীতিমতো আশায়। তাঁদের আশার আরও বড় কারণ, এবার এখনও পর্যন্ত কোনও ট্রফি জেতেনি। সুপার কাপ যদি সেই ট্রফি খরা কাটাতে পারে, সেই আশাতেই সমর্থকরা। কার্লোস কুয়াদ্রাত কোচ থাকাকালীন সমর্থকদের সেই আশা পূরণ করতে পেরেছিলেন। বর্তমান কোচ অস্কার ব্রুজোঁর কাছেও সমর্থকদের একই প্রত্যাশা।

Advertisment

কোচ নিজেও সমর্থকদের এই আশার কথা জানেন। তিনি সুপার কাপের জন্য মার্চের শেষ থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছেন। তার আগে শিলংয়ে জাতীয় শিবিরের জন্য ছাড়তে হয়েছে দুই ফুটবলার জিকসন ও নাওরেম মহেশ সিংকে। ইস্টবেঙ্গল কোচের আশা, আইএসএলে না পারলেও তিনি হয়তো সুপার কাপে দলকে সাফল্যের মুখ দেখাতে পারবেন।  

opponent Football East Bengal Mohun Bagan Super Cup