Advertisment

ডিকে জৈনকে বিসিসিআইয়ের অম্বুডসম্যান নিয়োগ করল সুপ্রিম কোর্ট

এর আগে বোর্ডের অম্বুডসম্যানের দায়িত্ব সামলেছেন আরেক প্রাক্তন বিচারপতি এপি শাহ। ২০১৫-র ডিসেম্বরে দায়িত্ব নেন তিনি। এক মরসুম কাজ করেন শাহ। এরপর থেকেই অম্বুডসম্যানের পদটা ফাঁকাই ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court appoints DK Jain as BCCI ombudsman

ডিকে জৈনকে বিসিসিআইয়ের অম্বুডসম্যান নিয়োগ করল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি ডিকে জৈনকে বিসিসিআই-এর অম্বুডসম্যান হিসেবে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। বোর্ডের নতুন প্রশাসনিক কমিটির প্রথম অম্বুডসম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন জৈন।

Advertisment


এর আগে বোর্ডের অম্বুডসম্যানের দায়িত্ব সামলেছেন আরেক প্রাক্তন বিচারপতি এপি শাহ। ২০১৫-র ডিসেম্বরে দায়িত্ব নেন তিনি। এক মরসুম কাজ করেন শাহ। এরপর থেকেই অম্বুডসম্যানের পদটা ফাঁকাই ছিল। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) তখন থেকেই দেশের সর্বোচ্চ আদালতের কাছে নতুন অম্বুডসম্যান নিয়োগের আবেদন জানিয়ে আসছে। এদিন এস এ বোবদে এবং এ এস সাপ্রের বেঞ্চ জৈনকে অম্বুডসম্যান হিসেবে নিয়োগ করে। সংবাদসংস্থা এএনআই-কে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, "জৈন যত দ্রুত সম্ভব নিজের কাজ শুরু করবেন।"

আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই ধাক্কা, ছিটকে গেলেন পাণ্ডিয়া

বোর্ডের অম্বুডসম্যান হিসেবে জৈনের প্রথম কাজ হবে হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের বিতর্কের অবসান ঘটানো। টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়ান পাণ্ডিয়া-রাহুল। শর্তসাপেক্ষে তাঁদের নির্বাসন উঠে গেলেও দেশের এই দুই ক্রিকেটার ভবিষ্য়ত নির্ণয় করবেন জৈন।

supreme court BCCI Hardik Pandya
Advertisment