শ্রীসন্থের থেকে আজীবন নির্বাসনের নির্দেশ তুল নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এমনটাই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ভবিষ্যতে ভারতের নির্বাসিত ফাস্ট বোলারের শাস্তির মেয়াদ বিসিসিআই-কে নির্ধারণ করার নির্দেশ দিয়েছে আদালত
৩৫ বছরে শ্রীসন্থ এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে। বিসিসিআই তাঁকে স্পটফিক্সিংয়ের ইস্যুতে আজীবন ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছে। ২০১৩-র আইপিএলে দিল্লি পুলিশ ম্যাচ গড়াপেটা কাণ্ডে শ্রীসন্থের সঙ্গে আরও দুই ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও অঙ্কিত চাভানকে গ্রেফতার করেছিল।
আরও পড়ুন: শ্রীশান্তের শাস্তি প্রত্যাহার: এরপর কী
গতবছর ৭ অগস্ট শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। যদিও বোর্ড আইনি পথেই লড়াই চালিয়ে যায়। শ্রীসন্থের উপর তারা ফতোয়া জারি রাখে। শ্রীসন্থ বনাম বোর্ডের লড়াই চলছিল।
শ্রীসন্থ বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে এদিন আদালত রায় দিয়েছে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, শ্রীসন্থকে আজীবন নির্বাসন দেওয়ায় বোর্ডের আচরণবিধি কমিটির প্রক্রিয়াগত ত্রুটি ছিল। আগামী তিন মাসের মধ্যে শ্রীসন্থের আবেদন খতিয়ে দেখেই বোর্ডকে তাঁর শাস্তির মেয়াদ ঠিক করে দিতে হবে। এমনটাই নির্দেশ বোর্ডের। আপাতত সাময়িক স্বস্তি শ্রীসন্থের। এখন দেখার বোর্ড শ্রী-কে কোন শাস্তি দেয়!