Advertisment

"রায়ডু থাকলে ২০১৯ এর বিশ্বকাপ আমরা জিততে পারতাম"

"আমি চাইছিলাম রায়ডু দলে চার নম্বর জায়গাটা নিক। ও খুব পরিশ্রম করত। দেড় বছর ধরে টানা খেলেছিল। খুব ভাল পারফরম্যান্সও ছিল। কিন্তু..."

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাম না করে বিরাটকেই দুষলেন?

সদ্য অবসরগ্রহণ করেছেন। আর এরপরই ২০১৯ এর বিশ্বকাপে ভারতের পরাজয় নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না। তিনি সাফ জানান ভারতীয় ব্যাটিং লাইনআপে চার নম্বর স্থানে যদি হায়দ্রাবাদের ক্রিকেটার আম্বাতি রায়ডু থাকতেন তাহলে হয়তো ফলাফল অন্যরকম কিছু হত।

Advertisment

প্রসঙ্গত, ২০১৯ এর বিশ্বকাপ টুর্নামেন্টে আম্বাতি রায়ডু রিজার্ভ খেলোয়াড় হিসেবেই ছিলেন। টুর্নামেন্ট চলাকালীন দু'জন প্লেয়ার চোট পেলেও শিকে ছেড়েনি রায়ডুর ভাগ্যে। বিজয় শংকর যখন চোট পেয়ে দলের বাইরে গেল তখন আম্বাতি রায়ডুকে বাদ দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে বেছে নেওয়া হয়েছিল, এমনটাই জানান রায়না।

আরও পড়ুন, ‘অবসর কথাটি ব্যবহার করতে চাই না”, রায়নাকে চিঠি মোদীর

ক্রিকবাজ মিডিয়াকে প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, "আমি চাইছিলাম রায়ডু দলে চার নম্বর জায়গাটা নিক। ও খুব পরিশ্রম করত। দেড় বছর ধরে টানা খেলেছিল। খুব ভাল পারফরম্যান্সও ছিল। কিন্তু শেষ পর্যন্ত জায়গা পেল না। ও ফিটনেস টেস্টে পাস করতে পারল না। বদলে যখন আমায় নেওয়া হল সেটা সত্যিই আমায় আনন্দ দেয়নি।"

সুরেশ রায়না বরাবরই নিজের বক্তব্যে কোনওদিন কোনও রাখঢাক রাখেননি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে একসঙ্গেই খেলেন দুজনে। কিন্তু পর পর দুটি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় ২০১৯ সালের ১৩ জুলাই অবসর সিদ্ধান্ত নেন আম্বাতি রায়ডু।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Suresh Raina Ambati Rayudu
Advertisment