/indian-express-bangla/media/media_files/2025/05/26/XeIxhOSSr9R273l6Bl0e.jpg)
Raina-Chopra Argument: লাইভ শো-তেই আকাশ চোপড়াকে দু-চার কথা শুনিয়ে দিলেন রায়না
Suresh Raina-Aakash Chopra argument: চেন্নাই সুপারকিংসের IPL 2025 মরশুম শেষ হয়ে গেলেও এখনও একটা প্রশ্নের উত্তর নিয়েই ধোঁয়াশা রয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি পরের মরশুমেও খেলবেন, না কি অবসর নিয়ে নেবেন। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সিজনের শেষ ম্যাচের পর অবসর নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ধোনি। বলেছেন, ৪-৫ মাস বাদ ভাববেন। কিন্তু ধোনির সমর্থক এবং তাঁর সতীর্থরা চান, তিনি পরের মরশুমেও খেলুন। আবার আরেক পক্ষ চাইছে, ধোনি অবসর নিয়ে নিক।
আর ২ মাস পরই ৪৪ বছর হবে ধোনির। আর পরের মরশুমে যখন ধোনি খেলবেন তখন ধোনির বয়স হয়ে যাবে প্রায় ৪৫-এর আশেপাশে। ধোনির বয়স, খারাপ ফিটনেস এবং খারাপ ফর্ম নিয়ে আকাশ চোপড়া যখন একের পর এক সওয়াল করলেন তখনই তেলেবেগুনে জ্বলে ওঠেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। ধোনির বিরুদ্ধে কোনও কথা শুনতে রাজি নন তাঁর চেন্নাই সুপারকিংসের সতীর্থ। লাইভ শো-তেই আকাশ চোপড়াকে দু-চার কথা শুনিয়ে দিলেন রায়না।
আরও পড়ুন বৈভবের পা ছুঁয়ে প্রণাম, মোটেও ভাল লাগেনি ধোনির! সবাইকে হতবাক করে যা বললেন...
বিবাদের আসল কারণ কী?
লাইভ শো-তে ডিবেট চলছিল। তর্কের বিষয় ছিল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির আইপিএল থেকে অবসর নিয়ে উচিত কি না। রায়না এবং আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর পি সিং ছিলেন অবসরের বিপক্ষে এবং আকাশ চোপড়া এবং সঞ্জয় বাঙ্গার ছিলেন অবসরের পক্ষে। রায়না তর্ক জুড়ে দেন, 'এখনও চেন্নাই টিমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর প্লেয়ার ধোনি এবং তাঁর কাছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। স্লগ ওভারে ফিনিশার হিসাবে ধোনি জনপ্রিয়। এখনও তিনি ফিট এবং ৪৩ বছর বয়সেও উইকেটকিপিং করছেন।' আর পি সিং বলেন, 'হাঁটুর অস্ত্রোপচারের পর যেকোনও ক্রিকেটারের পুরোপুরি ফিট হতে অনেক সময় লাগে।'
16 runs in 6 balls! Will #AakashChopra & #SanjayBangar back #MSDhoni as the ultimate finisher? 👀
— Star Sports (@StarSportsIndia) May 25, 2025
Our experts debate: is it 𝙏𝙄𝙈𝙀 𝙐𝙋 or 𝙅𝙐𝙎𝙏 𝙏𝙄𝙈𝙀 𝙊𝙐𝙏, as Thala leads CSK #OneLastTime! 🔥
Join them for a fiery debate TODAY at 2:30 PM!#Race2Top2 👉 GTvCSK | SUN,… pic.twitter.com/9XPzzrtZgq
চোপড়া-বাঙ্গারের সওয়াল ধোনিকে নিয়ে
পুরো বিতর্ক অনুষ্ঠানে আকাশ চোপড়া এতটাই হতভম্ব ছিলেন যে শেষমেশ জিজ্ঞেস করেই ফেলেন যে, 'যদি ধোনি তারকা না হতেন তাহলে প্লেয়িং ইলেভেন জায়গা পেতেন না।' আকাশ বলেন, 'যদি ধোনি আনক্যাপড ভারতীয় ক্রিকেটার না হতেন তাহলে কি এই সিজনে চেন্নাইয়ের অংশ হতে পারতেন? উনি ৭ বা ৮ নম্বরে ব্যাটিং করতে কেন আসছেন? টিমের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তখন ধোনির মতো তারকাদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত।' সঞ্জয় বাঙ্গার বলেন, 'ধোনি অনেকদিন ধরে টিমে থাকায় ঋতুরাজ গায়কোয়াড় বা রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়ছে না।'
আরও পড়ুন এটাই কি শেষ IPL? অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি