ধোনির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে অলবিদা সুরেশ রায়নার

''তোমার সঙ্গে ক্রিকেট দারুণ উপভোগ করেছি মাহি...সে কারণেই এই সফরে আমিও তোমার সঙ্গে যোগ দিলাম। ধন্য়বাদ ভারত। জয়হিন্দ''।

''তোমার সঙ্গে ক্রিকেট দারুণ উপভোগ করেছি মাহি...সে কারণেই এই সফরে আমিও তোমার সঙ্গে যোগ দিলাম। ধন্য়বাদ ভারত। জয়হিন্দ''।

author-image
IE Bangla Web Desk
New Update
Suresh Raina, সুরেশ রায়না

ফাইল ছবি।

স্বাধীনতা দিবসে ভারতীয় ক্রিকেটে একের পর এক মন খারাপের খবর। ধোনির পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না। ধোনির মতোই ইনস্টাগ্রাম পোস্টে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন রায়না।

Advertisment

ইনস্টা পোস্টে ধোনিকে ট্য়াগ করে রায়না লিখেছেন, ''তোমার সঙ্গে ক্রিকেট দারুণ উপভোগ করেছি মাহি...সে কারণেই এই সফরে আমিও তোমার সঙ্গে যোগ দিলাম। ধন্য়বাদ ভারত। জয়হিন্দ''।

Advertisment

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির

ধোনির মতোই চলতি বছরের আইপিএল টুর্নামেন্টে সম্ভবত খেলবেন রায়না। চলতি সপ্তাহেই চেন্নাইয়ে ধোনি ও রায়নাকে দেখা গিয়েছে। সেখানে আইপিএলের ট্রেনিং ক্য়াম্পে যোগ দিতে তাঁরা গিয়েছেন।

View this post on Instagram

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

উল্লেখ্য়, স্বাধীনতা দিবসের সন্ধ্য়ায় সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে এদিন অবসর ঘোষণা করে মাহি লিখেছেন, ”আপনাদের ভালবাসার জন্য় ধন্য়বাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suresh Raina