/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/raina-afridi.jpg)
Shahid Afridi reply to Suresh Raina: রায়না তাঁর খুব ভালো বন্ধু, বললেন আফ্রিদি (টুইটার)
Shahid Afridi-Suresh Raina friendship: টি২০ বিশ্বকাপে শাহিদ আফ্রিদি ব্র্যান্ড আম্বাসাডর হওয়ার পরে খোঁচা দিয়েছিলেন সুরেশ রায়না। পাক সাংবাদিক রায়নাকে টেনে এনেছিলেন। লিখে দিয়েছিলেন, "শাহিদ আফ্রিদি তো টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড আম্বাসাডর।হ্যালো সুরেশ রায়না।" বাঁ হাতি সুপারস্টার পাল্টা বলে দিয়েছিলেন, "আমি আইসিসির ব্র্যান্ড আম্বাসাডর নই। তবে আমার বাড়িতে ২০১১-র ওয়ার্ল্ড কাপ রয়েছে। মোহালিতে সেই ম্যাচের কথা মনে রয়েছে? আশা করি সেই ম্যাচ তিক্ত স্মৃতি বয়ে আনবে।"
ICC has named Shahid Afridi as ambassador for ICC T20 World Cup 2024.
Hello Suresh Raina ? pic.twitter.com/IvHOIYoJ8j— ٰImran Siddique (@imransiddique89) May 24, 2024
তবে আফ্রিদিকে রক্তাক্ত করা সেই টুইট-ই মুছে ফেলেছেন সুরেশ রায়না। এই বিষয়টি খোলসা করেছেন এক ইউইউব চ্যানেলে। যেখানে আফ্রিদি বলে দিয়েছেন, তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছে। দুজনের সম্পর্ক একদম ঠিকঠাক।
আরও পড়ুন: গম্ভীরের কোচ হওয়া প্রায় পাকা! এমন সময়েই বিস্ফোরক মন্তব্য স্বয়ং সৌরভের, কার দিকে ইঙ্গিত
"সুরেশ রায়না সঙ্গে আমার অনেক ক্রিকেট মুহূর্ত জড়িয়ে রয়েছে। ও ভীষণ একজন ভালো মানুষ। কখনও কখনও হালকা ছলে রসিকতা হয়েই থাকে। সোশ্যাল মিডিয়ায় ওঁর পোস্ট দেখে ওঁকে ফোন করি। ভাইয়ের মত আমার অনুভূতি ও বুঝতে পেরেছে। তারপর টুইট মুছে ফেলতে রাজি হয়েছে। এরকম হয়েই থাকে। বড় মানসিকতার ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং শুধরে নেয়।"
ঘটনাচক্রে এর আগে আফ্রিদির বারবার অবসরের দিনক্ষণ পাল্টানো নিয়েও সমালোচনা করেন রায়না। কমেন্ট্রি করার সময় আকাশ চোপড়া জানতে চান, রায়নার অবসর ভেঙে মাঠে ফেরার ইচ্ছা রয়েছে কিনা! তারকা বাঁ হাতি সরাসরি বলে দিয়েছিলেন, "আমি সুরেশ রায়না। শাহিদ আফ্রিদি নই।" সেই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি বারবার অবসর ভেঙে ফিরে এসেছেন। ২০০৬-এ ঘোষণা করেছিলেন টেস্ট থেকে অবসর নেবেন। তবে তার কয়েক সপ্তাহ পরেই মাঠে ফিরে আসেন। ২০১১ বিশ্বকাপের পর কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দূরত্বের কারণে ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেন। তবে আবার-ও কামব্যাক করেন। এবং মিসবা উল হকের নেতৃত্বে ২০১৫ পর্যন্ত খেলা চালিয়ে যান।