সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরে প্রয়াণের দিনে ক্রিকেট জগতেও আছড়ে পড়ল বড়সড় দুঃসংবাদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সুরেশ রায়নার পিতা ত্রিলোকচাঁদ রায়না। রবিবার ৬ ফেব্রুয়ারি প্রয়াত হলেন তিনি।
কর্মজীবনে ছিলেন সেনার আধিকারিক। অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বোমা তৈরিতে পারদর্শী ছিলেন। নিজের গাজিয়াবাদের বাড়িতে প্রয়াত হলেন বিখ্যাত ক্রিকেটারের পিতা।
আরও পড়ুন: প্রথা ভাঙল ভারত! ক্যাপ্টেন রোহিত নন, হুডার হাতে ডেবিউ ক্যাপ দিলেন কোহলি
জম্মু কাশ্মীরের রানাওয়ারিতে সুরেশ রায়নাদের পৈতৃক বাড়ি। কাশ্মীরি পন্ডিতদের নিধন চলাকালীন ১৯৯০-এ উপত্যকা ছেড়ে উত্তরপ্রদেশে চলে আসেন তিনি। উত্তরপ্রদেশের মোরদাবাদ শহরে বাসা বাঁধেন। সেনা আধিকারিক হলেও বেতন বেশি ছিল না রায়নার পিতার।
মাসিক মাত্র ১০ হাজার টাকায় রায়নার ক্রিকেট কোচিং প্রশিক্ষণ চালানো মুশকিল ছিল তাঁর। ১৯৯৮ সালে রায়নাকে লখনৌয়ের গুরু গোবিন্দ স্পোর্টস কলেজে ভর্তি করেন পুত্রকে। তার পরে আর ফিরে তাকাতে হয়নি রায়নাকে। জাতীয় দলের জার্সিতে যে স্বপ্নের উড়ান দিয়েছিলেন রায়না। তার নেপথ্যে ছিলেন তাঁর পিতা। একাধিকবার রায়না সাক্ষাৎকারে নিজের পিতার ভূমিকার কথা স্বীকার করেছেন।
রায়নার জীবন থেকে যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল পিতার মৃত্যুর সঙ্গেসঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন