India vs Pakistan: এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

India vs Pakistan: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর উত্তেজনা তুঙ্গে! সুর্যকুমার যাদবকে জরিমানা, হারিস রউফের ওপর চাপল দুই ম্যাচের নিষেধাজ্ঞা। কেন এমন শাস্তি, কী ঘটেছিল মাঠে?

India vs Pakistan: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর উত্তেজনা তুঙ্গে! সুর্যকুমার যাদবকে জরিমানা, হারিস রউফের ওপর চাপল দুই ম্যাচের নিষেধাজ্ঞা। কেন এমন শাস্তি, কী ঘটেছিল মাঠে?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

India vs Pakistan Cricket: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই আবেগে, উত্তেজনায় ভরপুর থাকে। কিন্তু ২০২৫ সালের এশিয়া কাপ যেন সেই সীমাও পেরিয়ে গিয়েছে! ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব ও পাকিস্তানের পেসার হারিস রউফকে নিয়ে এবার তৈরি হয়েছে বড় বিতর্ক। যার জেরে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। 

Advertisment

বড় অঙ্কের জরিমানার সঙ্গে সাসপেন্ড

সম্প্রতি প্রকাশিত আইসিসি (ICC) রিপোর্ট অনুযায়ী, সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-এর ৩০% (Suryakumar Yadav fined 30% of his match fee) জরিমানা করা হয়েছে। তার সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পহেলগাম জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনাদের প্রতি ম্যাচটি উৎসর্গ করেছেন সূর্যকুমার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ করেছিল যে এটি, 'রাজনৈতিক কথাবার্তা'। যা ক্রিকেটের সঙ্গে খাপ খায় না। আর, এটা আইসিসি (ICC) কোড অব কন্ডাক্টেরও বিরোধী। 

আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা

Advertisment

পাকিস্তানি পেসার হারিস রউফও ছাড় পাননি। ম্যাচ চলাকালীন তিনি 'ফলিং জেট' (falling jets) বা যুদ্ধবিমান পড়ে যাওয়ার মত ইঙ্গিত করেন। যা ভারতীয় দর্শকদের উদ্দেশে কটাক্ষ করছেন হিসেবেই দেখা হয়েছে। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচেও রউফ একই ধরনের কায়দা দেখিয়েছেন। তার জন্য আইসিসি তাঁকে দুই ম্যাচে সাসপেন্ড করেছে। সঙ্গে রউফের ওপর মোট ৪টি ডিমেরিট পয়েন্টও যুক্ত করেছে আইসিসি। আর, তাঁকে ম্যাচ ফি-এর ৬০ শতাংশ জরিমানা করেছে। রেহাই পাননি রউফের সতীর্থ সাহিবজাদা ফারহানও। হাফ সেঞ্চুরির পর 'গান সেলিব্রেশন' করার জন্য তাঁর ওপরও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। 

আরও পড়ুন- সাধে বলে 'রাজার রাজা'? এই ১০ রেকর্ডই কোহলিকে করেছে 'বিরাট'

এই সব কিছু নিয়েই অভিযোগ জমা পড়েছিল। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বে অভিযোগগুলোর শুনানি হয়। সেখানে অভিযুক্ত তিন খেলোয়াড়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর আইসিসি দুবাইয়ে সভার পর ম্যাচ রেফারির ধার্য করা শাস্তিতেই সিলমোহর দিয়েছে। এই তিন খেলোয়াড়ের পাশাপাশি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকেও সতর্ক করা হয়েছে। কারণ, তিনি উইকেট নেওয়ার পর যেভাবে খুশি উদযাপন করেছেন, তা দেখে অনেকটা রউফের মত আচরণ বলেই মনে হয়েছে। বুমরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নেওয়ায় তাঁকে কেবল অফিসিয়াল ওয়ার্নিং দিয়েই এবারের মত ছেড়ে দেওয়া হয়েছে। কোনও শাস্তি দেওয়া হয়নি। 

আরও পড়ুন- বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার, খেলেছেন ফুটবল বিশ্বকাপও! এই ৫ রেকর্ড না জানলে চরম মিস

অভিযোগ উঠেছিল আরশদীপ সিংয়ের বিরুদ্ধেও। অভিযোগ ছিল, আরশদীপ মাঠে অশালীন আচরণ করেছে। তবে, সেই অভিযোগ আইসিসি খারিজ করে দিয়েছে। এই ঘটনার মধ্যে আরেকটি বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই বিতর্ক আর কিছুই নয়। তা হল, জিতেও এশিয়া কাপ হাতে পায়নি টিম ইন্ডিয়া। ট্রফি না পাওয়ার পিছনে অবশ্য টিম ইন্ডিয়ারও ভূমিকা রয়েছে। সেটা হল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে রাজি হয়নি। এর ফলে কাপজয়ী দলকে ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে। 

আরও পড়ুন- বিশ্বজয়ী রিচা-হরমনপ্রীতরা, সৌরভের পুরনো মন্তব্যে আগুন নেটদুনিয়ায়! সেদিন ঠিক কী বলেছিলেন মহারাজ?

এসব দেখে ক্রিকেটবিশ্ব প্রশ্ন তুলছে, ভারত-পাকিস্তান ম্যাচ কি আর খেলা আছে? নাকি রাজনৈতিক আর মানসিক দ্বন্দ্বের প্রতীক হয়ে গেছে? পরিস্থিত এমনই যে প্রশ্নটা নেহাত খারিজ করে দেওয়া যায় না। আর, এসব কারণেই এশিয়া কাপ ২০২৫ নিঃসন্দেহে ইতিহাসে থেকে যাবে এক বিতর্কিত অধ্যায় হিসেবে। যেখানে ক্রিকেট মাঠের বাইরেও বিতর্কের আগুন জ্বলল। আর, সেই আগুনের ছাই ছড়িয়ে পড়ল গোটা ক্রিকেট বিশ্বে।

cricket pakistan India