Suryakumar Yadav to captain India against Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে জুলাইয়ের ২৭ থেকে। হেড কোচ গম্ভীরের জমানা শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার আঙিনায়। আগামী কয়েক বছরের রোডম্যাপ চূড়ান্ত হয়ে যাবে শ্রীলঙ্কা সফর থেকেই। বিশেষ বিশেষ দায়িত্বে বিশেষ ক্রিকেটারকে ভাবা হচ্ছে।
হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্ব-প্রাপ্তির সঙ্গেই টিম ইন্ডিয়ায় সীমিত ওভারের ফরম্যাটে বেশ কিছু রদবদল নজর কাড়ল। অজি আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনেই কার্যত আগামী তিন বছরের ভবিষ্যৎ স্পষ্ট করল।
সূর্যকুমারকে রোহিত শর্মার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া বেশ চমকের। অস্ট্রেলিয়ায় ২০২২-এ টি২০ বিশ্বকাপের পরবর্তী সময়ে হার্দিককেই জাতীয় টি২০ দলের ভবিষ্যৎ নেতা হিসেবে বাছা হচ্ছিল। তবে এরপরেই হার্দিক গোড়ালির চোটে পড়েন বিশ্বকাপ চলাকালীন। এরপরে মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে হার্দিক নেতা হিসেবে প্রত্যাবর্তন ঘটালেও, তা সুখের হয়নি। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার ৭টি২০-তে জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন।
বারবার চোটের কবলে পড়া হার্দিককে নিয়ে নির্বাচকরা মোহভঙ্গ হন। শেষমেষ রোহিতকে নেতা রেখেই টি২০ বিশ্বকাপ অভিযানে নামে টিম ইন্ডিয়া। সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে আসলে কোনও সংশয়-ই ছিল না। গৌতম গম্ভীরও সূর্যকে নেতা রাখার পক্ষে সওয়াল করেন। ৩৩ বছর বয়স হলেও সূর্যকুমারকে তাই নেতা বেছে নেওয়া হয়।
হার্দিক এর আগে নির্বাচকদের জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যক্তিগতভাবে থাকতে পারবেন না। এতে আরও সংশয়ের জন্ম হয়। ড্রেসিংরুমের মতামত খতিয়ে দেখা হয়। যেখানে টিম ইন্ডিয়ার বাকি তারকারা কার্যত একযোগে জানান, নেতা হিসেবে সূর্যকুমার অনেক বেশি নির্ভরযোগ্য। তাঁর অধীনে খেলতেও সকলে অনেক স্বচ্ছন্দ।
গভীর আলোচনা
হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়নি। শুভমান গিলকে সীমিত ওভারের দুই ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। টিম ম্যানেজমেন্টের একাংশ অবশ্য এর বিরোধীই ছিল। হার্দিক যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছেন, তার ওপর তাঁকে সহ অধিনায়ক হিসেবেও না রাখা যে অন্যায় হবে, অনেকেই নাকি মিটিংয়ে বলেন। বিশ্বকাপে রোহিত সহ অধিনায়ক হিসেবে হার্দিকের নাম প্রস্তাব করেছিলেন। তবে বোর্ডের গরিষ্ঠ অংশের মতামত হল, হার্দিক টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। তবে এখনই নেতৃত্ব গ্রুপে তাঁকে রাখা হচ্ছে না।
সূর্যকুমার যে কারণে নেতা
সূর্যকুমারের ম্যান ম্যানেজমেন্ট স্কিল তাঁর প্লাস পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ স্কোয়াডের নেতা ছিলেন তিনি। সেই সফরের মাঝপথেই ঈশান কিষান দেশে ফিরে আসতে চেয়েছিলেন। সেই সময় ঈশানকে ব্যক্তিগত স্তরে বোঝানোর চেষ্টা করেন স্কাই। যা টিম ম্যানেজমেন্টের নজর এড়ায়নি। বলা হয় সূর্যকুমারের যোগাযোগের ধরণ অনেকটা রোহিত ঘরানার। দলের সকলের কাছেই তিনি অবারিত দ্বার। যে কেউ যে কোনও সময়ে তাঁর দ্বারস্থ হতে পারেন। এই কারণেই মধ্য তিরিশের বাসিন্দা হয়েও সূর্যকুমারকে টি২০-র নেতা হিসেবে বেছে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি নির্বাচকরা।
ওয়ানডে থেকে বাতিল হার্দিক-সূর্যকুমার দুজনেই
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে একমাত্র যে তারকা নড়বড় করে গিয়েছেন গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি আর কেউ নন সূর্যকুমার যাদব। ৩৭ ওয়ানডেতে টি২০ কাঁপানো স্কাইয়ের গড় মাত্র ২৫.৭৬। ওয়ানডেতে নিজের ইনিংস গুছিয়ে নিতে না পারার অক্ষমতা প্রকট হয়েছিল বিশ্বকাপে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এই ফরম্যাটে মাত্র ৬টি ম্যাচ খেলবে। তাই কোনও ঝুঁকি না নিয়ে নির্বাচকরা বাইরে রেখেছেন সূর্যকুমারকে। অন্য অপশন এই সীমিত সুযোগে মেপে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সূর্যকুমারের মতই ওয়ানডে ফরম্যাট থেকে বাতিলের খাতায় হার্দিক পান্ডিয়াও। এখনও জাতীয় দলে হার্দিকের বিকল্প পেস বোলিং অলরাউন্ডার নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে ভারতের ফোকাসে। খেলা হবে উপমহাদেশের পিচে। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদের দিকে নজর রাখা হবে। এছাড়াও আইপিএলে নজরকাড়া নীতিশ রেড্ডিকেও তৈরি রাখা হচ্ছে সিম বোলিং অলরাউন্ডার হিসাবে। জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়ার জন্য ওয়ানডের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে টানা ১০ ওভার বোলিং করে নিজেকে প্রমাণ করতে হবে তারকাকে।