রোহিত, কোহলি, হার্দিক কেউ নন! বিশ্বকাপের আগেই নতুন ক্যাপ্টেন ভারতের, এল বিরাট আপডেট

টিম ইন্ডিয়ার জার্সিতে আবার নতুন অধিনায়ক

টিম ইন্ডিয়ার জার্সিতে আবার নতুন অধিনায়ক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টানা ক্রিকেট খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের আগে একের পর এক ক্রিকেট সফর, টুর্নামেন্টে ব্যস্ত থাকবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সময় যাতে প্ৰথম সারির সমস্ত তারকা পুরো ফিট থাকে, সেই জন্য বিশ্রাম দিয়ে রোটেট করে আসন্ন ক্রিকেট সফরের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে নির্বাচকদের তরফে।

Advertisment

পুরোদস্তুর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই ভারতীয় দল উড়ে যাবে আয়ারল্যান্ডে। সেখানে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। তারপরেই এশিয়া কাপ। এবার এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হবে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে।

এমনিতে টি২০-তে কোহলি-রোহিতকে বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। গত টি২০ বিশ্বকাপের পর কোহলি-রোহিত একটাও আন্তর্জাতিক টি২০ খেলেননি। রোহিতের অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে এশিয়া কাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে আয়ারল্যান্ড সিরিজ থেকে। কোহলি-রোহিত যথারীতি থাকবেন না।

Advertisment

এমন অবস্থায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করা হতে পারে সূর্যকুমার যাদবকে। এমনটাই সংবাদসংস্থা সূত্রের খবর। বোর্ডের এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, "এখনও কোনও কিছু চূড়ান্ত নয়। পুরোটাই নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে এবং টি২০ খেলার পর হার্দিক কেমন অবস্থায় থাকে, তার ওপর। ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রাখা হচ্ছে। ফ্লোরিডা থেকে ডাবলিনে খুব কম সংখ্যক নিয়মিত তারকাকেই দেখা যাবে। ওয়ার্কলোডই প্রধান ফ্যাক্টর। মনে রাখতে হবে হার্দিক কিন্তু ওয়ার্ল্ড কাপে রোহিতের ডেপুটি।"

এশিয়া কাপ শুরু হবে ৩০ অগাস্ট। আয়ারল্যান্ডে তিনটে টি২০ হতে চলেছে অগাস্টের ১৮, ২০ এবং ২৩ তারিখে। এমন ঠাসা ক্রীড়া সূচিতে হার্দিককে বাইরে রেখে সূর্যকুমারকেই ক্যাপ্টেন করার পথে হাঁটতে পারে ভারত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগেই নেতৃত্ব দানের সুযোগ হয়েছে সূর্যকুমারের। এবার আগামী অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটেও নেতৃত্ব দিতে দেখা যেতে পারে তাঁকে।

Hardik Pandya Rohit Sharma BCCI Indian Cricket Team Suryakumar Yadav