Suryakumar Yadav most important catch: ফাইনালের ক্যাচ মোটেও জীবনের সেরা নয়! ৮ বছর আগের 'আসল' ক্যাচ প্রকাশ্যে আনলেন সূর্যকুমার
Devisha Shetty instagram: ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল চরম উত্তেজনাপূর্ণ। এই ম্যাচের শেষ ওভারে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। ডিফেন্ড করতে হত ১৬ রান। সেই সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড মিলারকে লো ফুলটস করে বসেন হার্দিক প্ৰথম বলেই।
Suryakumar Yadav anniversary: ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যে ক্যাচ নিয়েছিলেন তা আপাতত দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবের এই ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে দিয়েছিল স্রেফ একটা ক্যাচ-ই। তবে, সূর্যকমার যাদব জানিয়ে দিলেন যে বিশ্বখ্যাত এই ক্যাচ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ মোটেও নয়। বরং ৮ বছর আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 'ক্যাচ'টি নিয়েছিলেন তিনি।
Advertisment
সূর্যকুমার যাদব জানিয়েছেন কোন ক্যাচটি সেরা
সূর্যকুমার যাদব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করে আসল ঘটনা খোলসা করেছেন। বলে দিয়েছেন যে তাঁর স্ত্রীই হলেন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 'ক্যাচ'। সুপারস্টার ব্যাটার ৮ জুলাই পোস্ট করেন বহু আলোচিত ছবি। যেখানে তাঁকে স্ত্রী দেবিকা শেঠির সঙ্গে বিবাহের ৮ বছর পূর্তি উদযাপন করতে দেখা গিয়েছে। সূর্যকুমারের পরনে ছিল একটি হলুদ শার্ট। তাঁর স্ত্রী দেবীশাকে লাল পোশাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। দুজনে মিলে কেক কেটে অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করেন। টি- টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও সাজানো ছিল কেকের ওপর।
ছবিটি শেয়ার করেছেন সূর্যকুমার যাদব
এই পোস্টের ক্যাপশনে সূর্যকুমার লিখেছেন, "গতকাল সেই ক্যাচের ৮ দিন হয়ে গেল। কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচটি ৮ বছর আগে নিয়েছিলাম। ৪ বছর থেকে এই সম্পর্ক চিরন্তন।" দেবীশাও এই পোস্টটি শেয়ার করে লিখেছেন, "কাউকে এতটা ভালোবাসা সম্ভব কিনা জানি না।"
সূর্যকুমার যাদবের হাতে দুর্দান্ত ক্যাচ
ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল চরম উত্তেজনাপূর্ণ। এই ম্যাচের শেষ ওভারে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। ডিফেন্ড করতে হত ১৬ রান। সেই সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড মিলারকে লো ফুলটস করে বসেন হার্দিক প্ৰথম বলেই। সেই ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাউন্ডারি লাইনের ধারে জাগলিং করে নেন সূর্যকুমার যাদব। মিলারই ছিলেন দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা। বাউন্ডারি লাইনের খুব কাছে এই ক্যাচ ম্যাচে ফারাক গড়ে দেয়। তবে হার্দিক পান্ডিয়ার ওভারে মিলার প্ৰথম বলেই আউট হয়ে যাওয়ার পর ম্যাচ ভারতের হাতের মুঠোয় চলে আসে।