Advertisment

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এবার সূর্যকুমার! বিশ্বকাপের পরেই বিরাট ঘোষণা করল জয় শাহের বোর্ড

টিম ইন্ডিয়া শিবিরে বিরাট আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া

আগেই কার্যত ঠিক ছিল। সেটাই হল। বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলতে নামছে ভারত। ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু হতে চলা সেই সিরিজে থাকছেন না হার্দিক পান্ডিয়া। ছিটকে গিয়েছেন চোটের কারণে। হার্দিকের জায়গায় টিম ইন্ডিয়ার নেতা হচ্ছেন সূর্যকুমার যাদব। এমনটাই বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হল সোমবার রাতে।

Advertisment

বিশ্বকাপের ঠিক পরেই এই সিরিজ হওয়ায় দ্বিতীয় সারির দল নামানো হবে। এমনটা আগেই ঠিক ছিল। সেই প্রত্যাশামতই টি২০ ফরম্যাটে ওয়ার্ল্ডের একনম্বর ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল স্কাইকে। যে সিরিজে ভারত পাঁচ ম্যাচের টি২০ খেলেছিল।

নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য এবারই প্ৰথম নয় সূর্যকুমার যাদবের। ৩৩ বছরের তারকা এর আগে মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল তো বটেই যুব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতা সূর্যকুমারকে বিশ্বক্রিকেটে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। এই ফরম্যাটে আপাতত সবথেকে বিধ্বংসী ব্যাটার তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আগে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা বিশ্বকাপে খেলা অধিকাংশ তারকাকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটবে বোর্ড। তবে ঈশান কিশন, প্রসিদ্ধ কৃষ্ণ, কিংবা শার্দূল ঠাকুরের মত তারকারা যাঁরা প্ৰথম একাদশে নিয়মিত খেলেননি, তাঁদেরকে নামানো হতে পারে এই হোম সিরিজে। সেই আপডেটই সত্যি হল। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কেএল রাহুলের প্ৰথম সারির একাধিক তারকা নেই এই সিরিজে।

প্ৰথম তিন ম্যাচে বিশ্রামে থাকবেন শ্রেয়স আইয়ারও। তবে সিরিজের শেষ দুই ম্যাচে সহ অধিনায়ক হবেন তিনি। প্ৰথম তিন ম্যাচের ভাইস ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড।

বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের তরফে ভিভিএস লক্ষ্মণকে স্টপ গ্যাপ কোচের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এনসিএর আপাতত দায়িত্ব সামলাবেন বাকি সাপোর্ট স্টাফরা।

ভারতের স্কোয়াড:

সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড (ভাইস ক্যাপ্টেন), ঈশান কিষান, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিশ্নোই, প্রসিদ্ধ কৃষ্ণ

Indian Cricket Team BCCI Indian Team Suryakumar Yadav
Advertisment