Suryakumar Yadav, Kolkata Rape and murder case update: আরজি কর-কাণ্ডে প্রতিবাদী পোস্ট এবার জাতীয় ক্রিকেট তারকা সূর্যকুমার যাদবের। তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, 'এডুকেট ইওর সন'। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক ধর্ষণের শিকার এবং খুন হয়েছেন। গত সপ্তাহে ওই ঘটনার পর থেকেই দোষীকে গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রদর্শন। তারই মধ্যেই ১৪ ফেব্রুয়ারি রাতে একদল অজ্ঞাতপরিচয় লোক আরজি কর হাসপাতালে ভাঙচুর চালায়।
তাতে প্রতিবাদ তো থেমে থাকেনিই। উলটে আরও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর, সেই সময়ই ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের এহেন পোস্ট। যাতে তিনি পরামর্শের সুরে লিখেছেন, 'এডুকেট ইওর সন'। যথারীতি সূর্যকুমারের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেরি হয়নি। গোটা দেশে ছড়িয়ে থাকা প্রতিবাদীরা সূর্যকুমারের এই পোস্ট দেখে রীতিমতো স্বাগত জানিয়েছেন। তাঁরা সূর্যকুমারের প্রশংসায় মুখর হয়েছেন।
এই প্রশংসার অন্যতম কারণ, ক্রীড়াজগতের মুখ বেশি ব্যক্তিত্ব এখনও পর্যন্ত আরজি কর ইস্যুতে প্রতিবাদে শামিল হয়নি। ক্রিকেট দুনিয়া থেকে হরভজন সিং প্রতিবাদ জানিয়েছেন। আর, সূর্যকুমার যাদব হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি এই প্রতিবাদ জানালেন। গত সপ্তাহে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ডিউটিরত অবস্থায় পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হন। আর, তারই প্রেক্ষিতে সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে লিখেছেন, 'আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা, স্বামী আর বন্ধুদের শিক্ষিত করুন।'
নিহত চিকিৎসকের হয়ে ন্যায়বিচার চাইতে রবিবারই কলকাতায় বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা মিছিল করেছেন। তাঁর সঙ্গে ছিল পোস্টার, প্ল্যাকার্ড। গত ৯ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন প্রতিবাদীরা। রবিবার শহর কলকাতায় ভালোই বৃ্ষ্টি হয়েছে। আরজি কর হাসপাতালেও জারি হয়েছে ১৪৪ ধারার সমতুল্য নাগরিক সংহিতার ১৬৩ ধারা। সেসব উপেক্ষা করেই প্রতিবাদীরা গোড়ালি পর্যন্ত ডুবে থাকা রাস্তা ধরে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন।
প্রতিবাদীরা দ্রুত তদন্ত শেষ করার জন্য সিবিআইয়ের কাছে আর্জি জানান। কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। তারমধ্যেই রবিবার স্বেচ্ছাপ্রণোদিতভাবে আরজি কর মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে হরভজন সিং আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। তাঁদের কাছে দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন। চিঠিতে মহিলাদের মর্যাদা রক্ষার জন্য এই কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবিও প্রকাশ করেছেন হরভজন। সেখানে দেখা গিয়েছে যে তিনি পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দেশবাসীর উদ্দেশ্যে চিঠিটি লিখেছেন।