Advertisment

Suryakumar Yadav to captain India: হার্দিকের হাত থেকে নেতৃত্ব কাড়ল বোর্ড! রোহিতের পরে নতুন অধিনায়ক চূড়ান্ত করে ফেলল বিসিসিআই

Hardik Pandya as t20 Captain: প্রধান কোচ গৌতম গম্ভীরের অনুরোধের পর সিনিয়ররা ওয়ানডে খেলতে রাজি হয়েছেন।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
Suryakumar

বাঁদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং ডানে সূর্যকুমার যাদব। (ফাইল)

india t20 squad for sri lanka series: আগামী মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। তার আগে রোহিত শর্মা, বিরাট কোহলি বোর্ডকে জানিয়ে দিলেন, তাঁরা দুজনেই খেলার জন্য প্রস্তুত। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকালেই নির্বাচক কমিটির সদস্যরা জুম কলে জুম কলে বৈঠকে বসবেন। সচিব জয় শাহ আইসিসির বার্ষিক সম্মেলনে যোগ দিতে উড়ে গিয়েছেন শ্রীলঙ্কায়।

Advertisment

অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটি বোর্ডের সঙ্গে আলোচনা করার পর সূর্যকুমার যাদবকেই টি২০ ফরম্যাটের জন্য অধিনায়ক ঘোষণা করতে চলেছেন। ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, হার্দিক পান্ডিয়ার অতীতে ফিটনেস সমস্যা তাঁর নেতৃত্ব প্রাপ্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। বিশ্বকাপেও হার্দিক সহ অধিনায়কের ভূমিকা পালন করেছেন।

তবে জানা যাচ্ছে, সূর্যকুমার যাদবের অধিনায়ক হিসেবে পারফরম্যান্স আশাপ্রদ না হলে ভবিষ্যতে তাঁকে সরিয়ে ফেলার কথাও ঠিক হয়েছে নির্বাচকদের মধ্যে।

হার্দিক রোহিতের পর নেতৃত্ব দেওয়ার মুখ্য দাবিদার হলেও জানা যাচ্ছে, সূর্যকুমার যাদবকে নেতা করার কারণ রীতিমত বোঝানো হয়েছে হার্দিককে। আগামী দু বছর বোর্ডের প্ল্যান, ভবিষ্যৎ নীতি সব-ই নির্বাচকরা বিস্তারিত ব্যাখ্যা করেছেন হার্দিকের কাছে।

ওয়ানডেতে সিনিয়ররা

এদিকে গম্ভীর কোচ হিসেবে নিজের অভিষেক সফরে সিনিয়রদের পাশে চেয়েছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দুই সিনিয়র মহারথীই ওয়ানডেতে শ্রীলঙ্কা সিরিজে থাকছেন। তবে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে দলের একনম্বর পেসার জসপ্রীত বুমরাকে আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়া হবে। দুই ফরম্যাটের স্কোয়াডেই নির্বাচিত হবেন ঋষভ পন্থ।

রিয়ান পরাগ ডার্কহরস

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে রিয়ান পরাগ মিডল অর্ডারে নিজের দাবি পেশ করেছেন নির্বাচক কমিটির কাছে। ওয়ানডে এবং টি২০ দুই ফরম্যাটেই রিয়ান পরাগকে মিডিপি অর্ডারে রাখা হতে পারে। নির্বাচকরা নতুন মুখের সন্ধানে ছিলেন। রিয়ান বল-ও করতে পারেন। তাই রাজস্থান রয়্যালস তারকার ওপর বাজি ধরতে প্রস্তুত নির্বাচক মন্ডলীর সদস্যরা। রিয়ান পরাগের অন্তর্ভুক্তির অর্থ সূর্যকুমার যাদবের জায়গা হবে না ওয়ানডেতে। যশস্বী জয়সওয়ালকেও স্রেফ টি২০-র জন্যই বিবেচনা করা হচ্ছে।

শেষবার ওয়ানডে বিশ্বকাপে খেলা শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়ানডে স্কোয়াডে। বোর্ডের নিয়ম ভঙ্গ করে রোষের মুখে পড়েছিলেন কেকেআর ক্যাপ্টেন। তারপর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন শ্রেয়স। হার্দিক পান্ডিয়া ওয়ানডেতে না থাকায় শিভম দুবেও দুই ফরম্যাটের স্কোয়াডে থাকছেন।

BCCI Hardik Pandya Rohit Sharma Indian Cricket Team Indian Team Suryakumar Yadav Team India
Advertisment