টানা ভাল খেলার পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হচ্ছেন তিনি। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের সেরা ঘরোয়া টি২০ লিগ। সেখানেই তারকাখচিত দলের ক্যাপ্টেন হচ্ছেন সূর্যকুমার।
শনিবারই মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সূর্যকুমার ছাড়া বাকি সব তারকারা- আদিত্য তারে, যশস্বী জয়শোয়াল, সরফরাজ খান, সিদ্ধেশ লাড, শিবম দুবেকে রাখা হয়েছে স্কোয়াডে।
আরো পড়ুন: দেখিয়ে দিলেন রাহানে! সেঞ্চুরি করে জয়ের চৌকাঠে পৌঁছে দিলেন দেশকে
মুম্বইয়ের বোলিং সামলানোর দায়িত্বে থাকছেন ধাওয়াল কুলকার্নি এবং তুষার দেশপাণ্ডে। স্পিনার হিসাবে স্কোয়াডে থাকছেন অথর্ব অঙ্কলেকর এবং শামস মুলানি।
মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ২৯ তারিখে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমেই ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে দেশে। এই টুর্নামেন্টের পরেই আইপিএলের নিলাম হওয়ার সম্ভবনা রয়েছে। তাই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর থাকবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদেরই। সৈয়দ মুস্তাক আলিতে মুম্বই সমস্ত ম্যাচ মুম্বইয়েই খেলবে।
স্কোয়াড:
সূর্যকুমার যাদব, আদিত্য তারে, সিদ্ধেশ লাড, যশস্বী জয়সোয়াল, ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি, অথর্ব অঙ্কলেকর, আকর্ষিত গোমেল, তুষার দেশপাণ্ডে, সরফরাজ খান, শিবম দুবে, শুভম রঞ্জনে, সুজিত নাইক, সাইরাজ পাতিল, মিনাদ মঞ্জরেকর, প্রথমেশ ডাকে, শশাঙ্ক আতারদে, হার্দিক তামরে, আকাশ পারকার, সুফিয়ান শেখ
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন