/indian-express-bangla/media/media_files/2025/09/13/suryakumar-yadav-2-2025-09-13-11-02-33.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বাদশ ম্য়াচে টিম ইন্ডিয়া এবং ওমান (India vs Oman) খেলতে নেমেছিল। এটাই ছিল গ্রুপ পর্বের শেষ ম্য়াচ। এই ম্য়াচটা ভারত নিজেদের পকেটে পুরে ফেলার পাশাপাশি ২০২৫ এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক কায়েম করে। ওমানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়া টিম ইন্ডিয়ার বাকি সকলেই ব্যাট করেন। এই ম্য়াচে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে ব্য়াট করার সুযোগ দেন সূর্য। অন্যদিকে, ম্য়াচের পর তিনি এমন একটি কাজ করেছেন, যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। এমনকী ওমান ক্রিকেট দলের অধিনায়ক যতিন্দর সিংও সূর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও
সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ ওমান অধিনায়ক
ম্যাচের পর ওমান ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সূর্যকুমার যাদব। এরপর ওমান ক্রিকেট দলের সঙ্গে একটি ছবিও তোলেন তিনি। খেলার শেষে ওমান ক্রিকেট দলের অধিনায়ক যতিন্দর সিং বললেন, 'সূর্যকুমার যাদব যে আমাদের দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, এতেই আমি খুব খুশি। উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেকারণে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এটা আমাদের কাছে একটা আনন্দঘন মুহূর্ত ছিল।'
Indian Cricket Team News: ভারতীয় ক্রিকেট দল নিয়ে 'বড় খবর', দুর্বল ওমানের বিরুদ্ধে টেনেটুনে জয়
এর পাশাপাশি নিজের দলের প্রশংসা করে যতিন্দর সিং বললেন, 'এই দলটাকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত। যেভাবে ওরা এগিয়ে এসে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করেছে, তা এককথায় অভুতপূর্ব। কঠিন পরিস্থিতির মধ্যেও ওরা যে পারফরম্য়ান্স করেছে, তা দেখে আমি গর্বিত। এই টুর্নামেন্ট নিয়ে আমরা যথেষ্ট উৎসাহিত ছিলাম। তবে আমি আগেও বলেছি যে আমাদের দলে অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'ওমান ক্রিকেট দলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই হবে। আর আমাদের ক্রিকেটাররা একেবারে প্রস্তুত। আমাদের পাপুয়া নিউ গিনি এবং সামোয়ার সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে। টুর্নামেন্টের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!
দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স ওমানের
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওমান ক্রিকেটাররা যথেষ্ট ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেটাররা মাত্র ৪ উইকেট শিকার করতে পেরেছে। ওমানের হয়ে ব্যাট করতে নেমে আমির কালিম সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us