বুধবার উপমহাদেশের মঞ্চে এশিয়াডের আসরে বাংলার মুখ উজ্জ্বল করলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতলেন বছর বাইশের স্বপ্না।
অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়েও দেশের জন্য শেষ দু'দিনে সাতটা ইভেন্ট শেষ করলেন তিনি। দেশকে দিলেন স্বর্ণপদক। স্বপ্নার সংগ্রহে ৬০২৬ পয়েন্ট। হাইজাম্পে ১০০৩, জ্যাভলিন থ্রোতে ৮৭২ পয়েন্ট, শট পাটে ৭০৭ পয়েন্ট, লং জাম্পে ৮৬৫ পয়েন্ট, ১০০ মিটারে ৯৮১ পয়েন্ট ও ২০০ মিটারে ৭৯০ পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বশেষ ইভেন্ট ৮০০ মিটারে প্রথম হন স্বপ্না।
শেষ একটা বছর সত্যিই সোনার দৌড়ে তিনি। ২০১৭ সালে নয়া দিল্লিতে ফেডারেশন কাপে ও ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাই জিতেছেন তিনি। এবার জাকার্তায় সোনা।