/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/england-759-1.jpg)
FIFA Football World Cup 2018, England vs Croatia: Football World Cup 2018, England vs Croatia: When and where to watch, Live coverage on TV, Live streaming online
Sweden vs England Score, FIFA World Cup 2018: সামারা এরিনায় আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে ধারে ভারে এগিয়েই ছিল ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের গর্জনে যেন ম্যাচের শুরু থেকেই থম মেরেছিল সুইডেন। সেইমতোই সুইডেনকে অনায়াসে হারিয়ে ২৮ বছর পর সেমিফাইনালের টিকিট কেটে ফেললেন হ্যারি কেনরা। ২-০ গোলের ব্যবধানে ইংরেজদের কাছে হার স্বীকার করে শেষ চারে ওঠার লড়াই থেকে ছিটকে গেলেন এমিল ফর্সবার্গরা।
এদিন খানিকটা শ্লথ গতিতেই শুরু হয় ইংল্যান্ড-সুইডেনের খেলা। খেলার শুরুতে কাউকেই সেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়নি। ৩০ মিনিটের মাথায় হ্যারি ম্যাগোয়ারের অসামান্য গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। যে গোলের হাত ধরে সামারা এরিনায় দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করে। এরপর যখন দ্বিতীয় গোলের অপেক্ষা করছিলেন কেন ভক্তরা, ঠিক সেসময়ই ৫৯ মিনিটের মাথায় দেলের হাত ধরে দ্বিতীয় গোল পায় টিম গ্যারেথ সাউথ গেট। ইংরেজদের জোড়া গোল খেয়ে আর হজম করতে পারেনি সুইডেন। বরং তখনই যেন হার মেনে নিয়েছিলেন সুইডিশরা। চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি সুইডেন। শেষে ২-০ গোলের ব্যবধানে থেকে জয়ের হাসি হাসল ইংল্যান্ড।
Sweden vs England Score, FIFA World Cup 2018: Catch Sweden vs England Updates: Read in English
9.23 PM: সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে থ্রি লায়ন্সরা।
#ENG WIN! @England book their place in the semi-finals for the first time since 1990!#SWEENG // #WorldCuppic.twitter.com/zOqZAD0kgE
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
9.14 PM: ৮৭ মিনিট পার, ২-০ গোলে এগিয়ে সেমিতে যাওয়ার দৌড়ে স্বস্তিতে ইংল্যান্ডরা।
9.01 PM: ৭৪ মিনিট পার, ২-০ গোলে এগিয়ে থ্রি লায়ন্সরা। এখনও গোল পেল না সুইডেন।
8.45 PM: গোওওওওলললল!!! ২-০ গোলে সুইডেনকে পেছনে ফেলে এগিয়ে গেল ইংরেজরা।
#ENG GOAL! @dele_official doubles the lead for @England! #SWEENG 0-2 pic.twitter.com/H4EOQaHVm3
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
8.31 PM: দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ইংল্যান্ড ১, সুইডেন ০
8.28 PM: খেলার পরিসংখ্যান
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/sweden-new-new-759.jpg)
8.16 PM: প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফল ইংল্যান্ড ১, সুইডেন ০
Advantage @England at the interval!#SWEENG // #WorldCuppic.twitter.com/1Of9d2f8T7
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
8.12 PM: আন্তর্জাতিক মঞ্চে প্রথম গোল হ্যারি ম্যাগোয়ারের।
A first international goal for @HarryMaguire93! #SWEENG 0-1#WorldCuppic.twitter.com/v6JQjjpWkx
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
8 PM: গোওওওওওলললল!!! ১-০ গোলে এগিয়ে গেলেন থ্রি লায়ন্সরা।
#ENG GOAL! @HarryMaguire93 with the header to give @England the lead! #SWEENG 0-1 pic.twitter.com/h9nbh1Dgb5
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
7.58 PM: ২৮ মিনিট পার, এখনও গোলশূন্য ম্যাচ।
7.46 PM: একনজরে দুই টিম
Here is your team, @England fans! #SWEENG // #WorldCuppic.twitter.com/0gDvcuxnmy
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
The Sweden Starting XI ????#SWEENG // #WorldCuppic.twitter.com/IHE4v72J7N
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
7.42 PM: খেলা শুরু হলেও ইংরেজ ও সুইডিশ ফুটবলারদের খেলা যেন এখনও শুরু হয়নি। এখনও কেউ কাউকে আক্রমণে যাননি। ধীরগতিতেই এগোচ্ছে এই ম্যাচ।
7.30 PM: কিক অফ!
And we're off!#SWEENG // #WorldCuppic.twitter.com/G9ZvKdFvKO
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
ি িট
7.27 PM: ব্রাজিল-বেলজিয়াম ফুটবলারদের মতো এদিনও খেলা শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হলেন ইংল্যান্ড ও সুইডেনের প্লেয়াররা।
#SWE and #ENG are United Against Discrimination ????#SWEENG // #WorldCuppic.twitter.com/h5jyywjjrS
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
7.25 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষ। খেলা শুরুর অপেক্ষা।
7.22 PM: আর কিছুক্ষণের মধ্যেই শুরু ইংল্যান্ড-সুইডেন দ্বৈরথ।
????#SWEENG // #WorldCuppic.twitter.cিom/JuS69KDXNI
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 7, 2018
এখনও পর্যন্ত ২৩ বার মাঠে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও সুইডেন। ৭ বার করে জিতেছে দু'দলই।