Advertisment

Sweden vs Switzerland Live Score FIFA World Cup 2018 Live Streaming: প্রাণহীন ম্যাচের শেষে শেষ আটে সুইডেন

Sweden vs Switzerland Live Score FIFA World Cup 2018 Live Streaming: অবশেষে শেষ হাসি হাসল সুইডেন, ৬৬ মিনিটে করা গোলের দৌলতে। কার্যত প্রচুর গোল হতে পারত উভয় পক্ষেরই, বিশেষ করে সুইডেনের, কিন্তু তা হওয়ার ছিল না।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সুইডেন জয়ী ১-০ ব্যবধানে

Sweden vs Switzerland Live Score FIFA World Cup 2018 Live Streaming: আজ দুই টিমের কাছেই সুযোগ ছিল অনেক অনেক বছর বাদে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার। অবশেষে শেষ হাসি হাসল সুইডেন, ৬৬ মিনিটে করা এক গোলের দৌলতে। কার্যত প্রচুর গোল হতে পারত উভয় পক্ষেরই, বিশেষ করে সুইডেনের, কিন্তু তা হওয়ার ছিল না। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে শেষ আটে পৌঁছয় সুইডেন, কিন্তু সুইসরা আরো বেশি সময় ধরে অপেক্ষমান। মানে অনেকটাই বেশি -- সেই ১৯৫৪ সাল থেকে যে বছর তারা নিজেরাই বিশ্বকাপের আয়োজন করেছিল। দুই টিমেরই কিছু প্রধান খেলোয়াড় আজ অনুপস্থিত। সুইজারল্যান্ডের হয়ে মাঠে নামেন নি অধিনায়ক স্টেফান লিখসটাইনার এবং ফাবিয়ান শায়ের, ওদিকে সুইডেনের পক্ষে অনুপস্থিত সেবাস্তিয়ান লারসন।

Advertisment

Watch LIVE UPDATES in English here

দু'দলই এই খেলার আগ পর্যন্ত চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। সুইডেনের দুধে একফোঁটা চোনা হয়ে থাকবে জার্মানির কাছে ২-১ হার, কিন্তু উভয় টিমই গ্রূপ স্টেজ থেকে পাঁচ গোল নিয়ে শেষ ষোলোয় উঠেছে। দেখুন live scores and updates from Sweden vs Switzerland at the FIFA World Cup 2018

9.25 pm: খেলা শেষের বাঁশি, কোয়ার্টার ফাইনালে সুইডেন, সুইজারল্যান্ড ফের হতাশ

9.23 pm: ৯৫ মিনিটের খেলা চলছে. পেনাল্টি হলো না, লাল কার্ড দেখল সুইজারল্যান্ড, কিন্তু ম্যাচে কিছু নাটকের আমদানি হলো, দর্শক খুশি

9.20 pm: পেনাল্টি! সুইডেনের ভাগ্যে আবার গোল করার সুযোগ! মাঠে নামল VAR

9.16 pm: সময় নষ্ট করার আপ্রাণ চেষ্টা সুইডেনের, রেগুলেশন টাইম প্রায় শেষ, তিন মিনিট এক্সট্রা টাইম রয়েছে

9.15 pm: এই মুহূর্তের পরিসংখ্যান বলছে বল এখনো সুইজারল্যান্ড ধরে রেখেছে, কিন্তু গোল সুইডেনের

publive-image এই মুহূর্তের পরিসংখ্যান

9.08 pm: সুইডেনের কর্নার, কিন্তু প্রথা মেনে আবার গোল মিস

9.03 pm: ম্যাচের ৬৬ মিনিটে গোল ফসবার্গেরই, শুধু সুইস ডিফেন্ডারের পায়ে লেগে ডিফ্লেকশন হওয়াতে মিস হতে হতেও গোল, এই যা

publive-image গোলের মুহূর্ত

8.56 pm: এই গোল কে কী বলা যায়? এর মালিক কে? ফসবার্গ, না সেমসাইড?

8.53 pm: গোওওওওওওল!!!! সুইডেন ১-০!  

publive-image গোল মিসের উপাখ্যান

8.47 pm: খেলার ৬০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখলেন বেহরামী। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলে খেলবেন না তিনি।

8.45 pm: সুইডেন ফ্রি কিক পেল, প্রত্যাশা মতোই গোল হলো না, ভাল শট হওয়া সত্ত্বেও

8.37 pm: ম্যাচের ৪৯-তম মিনিটে আবার বারের ওপর দিয়ে শট সুইডেনের, সৌজন্যে ক্লাইস্সন। কয়েক সেকেন্ড পরই সুইজারল্যান্ড প্রায় একই জিনিস করে দেখাল। এ যেন মিস করার প্রতিযোগিতা।


8.30 pm: হাফ টাইমের পর মাঠে নামছে দুই দল

publive-image ম্যাচের একটি বিশেষ মুহূর্ত

8.20 pm: হাফ টাইম। এখন পর্যন্ত কোন গোল হয় নি, কিন্তু কিছু নিশ্চিত গোল মিস হতে দেখা গেছে। আজ যেন দু'দলই কিঞ্চিৎ নার্ভাস।

8.05 pm: শাকার শট ৪০ ইয়ার্ড থেকে, কিন্তু আবার বারের অনেক ওপর দিয়ে। তার পরে পরেই সুইডেনের ব্লেরিমের পায়ে বল, তাঁর শটটা অনেক উন্নত হলেও বারের ওপর দিয়ে, আবার।

7.59 pm: অসামান্য সেভ সুইস গোলকিপারের! এটা নিশ্চিত গোল ছিল!

publive-image এখন পর্যন্ত পরিসংখ্যান

7.56 pm: শাগিরির ক্রস ভালোন বেহরামী কে, কিন্তু অনেক ওপর দিয়ে শট ভাসিয়ে দিলেন তিনি। এবার সুইডেনের প্রতি আক্রমণ, এর মধ্যে আবার সুইজারল্যাণ্ডের সুযোগ, কিন্তু স্টিভেন জুবারের হেড বারের ওপর দিয়ে

7.51 pm: প্রথমদিকে সুইজারল্যান্ড বল অনেকটাই নিজেদের কাছে রেখেছে। এরই মাঝে সুইডেন অসাধারণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না। শুধুমাত্র গোলকিপারকে হারাতে পারলেই কেল্লা ফতে ছিল।


7.35 pm: দু দলের প্রথম একাদশ -- Sweden: Olsen, Lustig, Lindelöf, Granqvist, Augustinsson, Claesson, Svensson, Ekdal, Forsberg, Berg, Toivonen
Switzerland: Sommer, Lang, Djourou, Akanji, Rodriguez, Behrami, Xhaka, Shaqiri, Dzemaili, Zuber, Drmic.

7. 30 pm: জাতীয় সংগীত সমাপ্ত, কিক অফ

FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup
Advertisment