Advertisment

অনন্য রেকর্ডে ওয়ার্নার-পিটারসেনের ক্লাবে ইশান কিষাণ

উন্মুক্ত চাঁদের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইশান ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে পরপর দু'ম্যাচে সেঞ্চুরি পেলেন। ঘটনাচক্রে এই দুই ক্রিকেটারের কেউই এখনও সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। কিন্ত দু'জনেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Syed Mushtaq Ali Trophy 2019: Ishan Kishan joins David Warner, Kevin Pietersen and others with THIS feat

অনন্য রেকর্ডে ওয়ার্নার-পিটারসেনের ক্লাবে ইশান কিষাণ (ছবি-টুইটার)

চলতি সইদ মুস্তাক আলি ট্রফি প্রতিদিনই কোনও না কোনও খবরের জন্য শিরোনামে উঠে আসছে। কখনও চেতেশ্বর পূজারার সেঞ্চুরি তো কখনও বাংলার অভিমন্যু ঈশ্বরণের শতরান। এবার খবরে দেশের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষাণ। ব্যাক-টু-ব্যাক টি-২০ সেঞ্চুরি হাঁকিয়ে ডেভিড ওয়ার্নার ও কেভিন পিটারসেনের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে এক আসনে বসলেন তিনি।

Advertisment

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে কোনও রান না-করেই ফিরতে হয়েছিল ঝাড়খণ্ডের ক্রিকেটারকে। কিন্তু দুরন্ত ভাবে ফিরে আসেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ইশান। জম্ম ও কাশ্মীরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রানের ইনিংস খেলার পর এবার মণিপুরের বিরুদ্ধে ইশান ৬২ বলে ১১৩ রানের ইনিংস খেললেন। জম্মুর বিরুদ্ধএ তাঁর ৭৪ রানই এসেছিল চার-ছক্কা থেকে। আটটি চার ও সাতটি ছয় মেরেছিলেন তিনি। মণিপুুরের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল ১২টি চার ও পাঁচটি ছয়। এখনই তাঁকে অনেকেই দেশের আগামী তারকা বলে চিহ্ণিত করেছেন।

আরও পড়ুন: ১৫৯ রানের দুরন্ত জয় বাংলার, ফুল ফোটালেন অভিমন্যু-প্রয়াস

ওয়ার্নার আর পিটারসেনের সঙ্গেই নয়, ইশানের নাম আসবে লুক রাইট, রেজা হেনরিক্সের মতো ক্রিকেটারদের সঙ্গেই। ওয়ার্নার ২০১১-তে পরপর দু'ম্যাচে টি-২০ সেঞ্চুরি পান। লুক রাইট ২০১৪-তে এই নজির গড়েন। মাইকেল ক্লিগনার ও পিটারসেন ২০১৫-তে এই তালিকায় আসেন।

উন্মুক্ত চাঁদের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইশান ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে পরপর দু'ম্যাচে সেঞ্চুরি পেলেন। ঘটনাচক্রে এই দুই ক্রিকেটারের কেউই এখনও সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। কিন্ত দু'জনেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছেন। উন্মুক্ত চাঁদ ২০১৩ সালে এই নজির গড়েছিলেন।ইশানের সেঞ্চুরিতে তাঁর দল ঝাড়খণ্ড মণিপুরকে ১২১ রানে হারিয়েছে এক তরফা লড়াইয়ে। এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল ঝাড়খণ্ড। দুরন্ত ফর্মে রয়েছে তারা। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে তারা।

cricket
Advertisment