ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে আজ চেতেশ্বর পূজারা নিজেই একটা প্রতিষ্ঠান। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। দেশের জার্সিতে ক্রিকেটের অন্য ফর্মাটে দেখা যায় না সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যানকে। বিরাট কোহলির দলের এক নম্বর টেস্ট স্পেশালিস্ট তিনি। ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে ক্রিজে কাটিয়ে দেওয়ার অসীম ক্ষমতাধর তিনি। এমনকি বিপক্ষের বোলারও তাঁকে প্রশ্ন করতে বাধ্য হয়, "এতক্ষণ ব্যাট করতে বিরক্ত লাগে না?"এহেন পূজারাই এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে এলেন।
বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়াম দেখল পূজারার প্রথম টি-২০ শতরান। এদিন সইদ মুস্তাক আলি ট্রফিতে মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র বনাম রেলওয়েজ। টস হেরে সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে। হার্ভিক দেশাইয়ের সঙ্গে ওপেন করতে নেমে ৬১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন পূজারা। ১৪টি চার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। পূজারা ব্যাটে ভর করে সৌরাষ্ট্র ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল। কিন্ত পূজারার দুরন্ত ইনিংসে দলের শেষরক্ষা হয়নি। রেলওয়েজ দু'বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়।
আরও পড়ুন: পূজারার বেতন বাড়ানো নিয়ে উঠছে প্রশ্ন, কিন্তু কেন!
এই প্রথমবার সৌরাষ্ট্রের কোনও ক্রিকেটার হিসেবে টি-২০ সেঞ্চুরির নজির গড়লেন পূজারা। এটি তাঁরও জীবনের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি শতরান। যদিও অতীতে ছ'টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। পূজারা এখনও পর্যন্ত ৫৮টি টি-২০ ম্যাচ খেলে ১০৯৬ রান করেছেন ২৫.৪৮-এর গড়ে। তাঁর স্ট্রাইক রেট ১০৫.১৮। ২০১৬ সালে এই টুর্নামেন্টে তিনি ৫৫ বলে ৮১ করেছিলেন। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধেই ছিল তাঁর সর্বোচ্চ টি-২০ রান।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পূজারাই সর্বোচ্চ স্কোরার ছিলেন। তিনটে সেঞ্চুরির সৌজন্যে সাত ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে ছিল ৫২১ রান।