Advertisment

Abhishek Sharma joint fastest t20 hundred: মাত্র ২৮ বলেই সেঞ্চুরি! ইতিহাস গড়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন টিম ইন্ডিয়ার অভিষেক

Syed Mushtaq Ali Trophy: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ কিংবা টিম ইন্ডিয়া জার্সিতে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। তবে দ্রুততম শতরানের কীর্তি গড়লেন পাঞ্জাবের হয়ে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Sharma in action on Sunday. (Sony Liv screengrab)

Abhishek sharma century: ঝড় তোলা শতরান করলেন অভিষেক শর্মা (বিসিসিআই)

Punjab batter Abhishek Sharma equals record for fastest T20 hundred, Syed Mushtaq Ali Trophy, Punjab vs Meghalaya: সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান করে ইতিহাস তৈরি করলেন অভিষেক শর্মা। তিনি ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের রেকর্ড। মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে পঞ্জাবের হয়ে খেলার সময় শর্মা টি২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডটি গড়লেন।

Advertisment

এর আগে গুজরাটের উর্ভিল প্যাটেল চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতেই ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছেন। যা রেকর্ড। অভিষেকও সমান পারফরম্যান্স করে সেই রেকর্ডের অংশীদার হলেন। তবে অভিষেক এবং উর্ভিলের আগেও একজন আছেন। তিনি এস্তোনিয়ার সাহিল চৌহান। তিনি আবার আন্তর্জাতিক ম্যাচে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন।

সে যাই হোক, ভালো ব্যাটার হিসেবে অভিষেক ইতিমধ্যেই নাম কিনেছেন। আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি বেশ ভালো খেলেছেন। তার ফলেই তাঁর জাতীয় দলে ঢোকার রাস্তা সহজ হয়েছে। মেঘালয়ের বিরুদ্ধে এই সেঞ্চুরি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেকের চতুর্থ শতরান।

যা সৈয়দ মুশতাক আলি ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত রেকর্ড। পাশাপাশি, মেঘালয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে অভিষেক টিম ইন্ডিয়ার টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের রেকর্ডও ভেঙে দিলেন। তিনি ম্যাচে ১১টি ছক্কা মেরেছেন। যা রেকর্ড। পাশপাশি, এক ক্যালেন্ডার বছরে কোনও ভারতীয় ক্রিকেটারের মারা সর্বাধিক ছক্কার রেকর্ডও অভিষেক ভেঙে দিয়েছেন।

Advertisment

এর আগে এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের। সেই রেকর্ডই ভাঙলেন অভিষেক। ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ২০২২ সালে ৪১ ইনিংসে ৮৫টি ছক্কা মেরেছিলেন। আর, অভিষেক এবছরে মাত্র ৩৮টি ম্যাচে ৮৬টি ছক্কা মেরে সূর্যকুমারকে টপকে গেলেন। বৃহস্পতিবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামের ম্যাচে অভিষেক ১১টি ছক্কা ছাড়াও ৭টি চার মেরেছেন।

৪টি চার এবং ৫টি ছক্কা মেরে তিনি মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন। মাত্র একবল কম খেলে সেঞ্চুরি করতে পারলেই তিনি এস্তোনিয়ার সাহিল চৌহানকে ছুঁয়ে ফেলতেন। আর, উর্ভিল প্যাটেলকেও টপকে যেতেন।

Punjab Cricket News T20 Abhishek Sharma Syed Mushtaq Ali Trophy
Advertisment