Advertisment

IPL বাঁচাতে আমিরশাহি নয়, অন্য দেশে বিশ্বকাপ নিয়ে যাচ্ছেন সৌরভরা, ফাঁস খবর

বোর্ডের জটিল পরিস্থিতিতে এসজিএম-এ সৌরভ মুম্বই হাজির হয়েছিলেন শুক্রবারই। তারপর আইসিসি বৈঠকের আগেই সচিব জয় শাহকে নিয়ে উড়ে গিয়েছেন দুবাইয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে টি২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে একপ্রস্থ আলোচনা চলছে বিসিসিআইয়ের। তবে হঠাৎ করেই মেগা টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হল শ্রীলঙ্কা। সংবাদসংস্থা এএনআই এমন খবর জানিয়েই তোলপাড় ফেলে দিয়েছে। এই মুহূর্তে টি২০ বিশ্বকাপ আয়োজনের জন্য আমিরশাহি ক্রিকেট বোর্ডের পাশাপাশি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা চলছে বিসিসিআইয়ের।

Advertisment

সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "ভারতে অতিমারীর পরিস্থিতির দিকে নজর রেখে আমিরশাহি বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে মনে রাখতে হবে, আইপিএলে কিন্তু বেশ কিছু ম্যাচ আয়োজন করতে হবে। তাছাড়া অন্য লীগের খেলাও হচ্ছে আমিরশাহির অন্যান্য ভেন্যুতে। বিশ্বকাপের সময় উইকেট কিন্তু সতেজ থাকবে না। আর এই বিষয়ের কথা মাথায় রেখেই নতুন করে শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে প্রাথমিক ভাবে আলোচনা চালানো হচ্ছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আইসিসিকে নিজেদের সিদ্ধান্ত জানানোর আগে ঠিক করতে হবে টুর্নামেন্ট যেখানেই হোক আয়োজক স্বত্ত্ব যেন ভারতের হাতেই থাকে।"

আরো পড়ুন: বল লেগে ক্ষতবিক্ষত মুখ! ৭ সেলাইয়ে ঠোঁট ফুলে ঢোল অজি তারকার

আমিরশাহি ক্রিকেট বোর্ডের হাতে মাত্র তিনটি স্টেডিয়াম রয়েছে- আবু ধাবি, শারজা এবং দুবাই। অন্যদিকে শ্রীলঙ্কায় ক্রিকেট স্টেডিয়ামের সংখ্যা কম নয়। কলম্বোতেই রয়েছে তিন-তিনটে স্টেডিয়াম। ঘটনা হল, সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে বিসিসিআইকে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের প্রস্তাবও এর আগে দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বোর্ডের সূত্র আরো জানিয়েছে, টুর্নামেন্ট সম্প্রচার কারী সংস্থা ইতিমধ্যেই শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়ে দিয়েছে। "কোভিড অতিমারীতে পরিস্থিতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এমন সময়ে শ্রীলঙ্কাকে যদি শোপিস এই ইভেন্টের জন্য অপশনের তালিকায় রাখা হয়, সম্প্রচারকারী সংস্থা আপত্তি করবে না। তবে টুর্নামেন্টে কর ছাড় নিয়ে নিয়ে ১৫ জুনের মধ্যে আইসিসিকে নিশ্চিত করে জানাতে হবে। তারপরেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে বাকি কাজ সম্পন্ন হবে। আর ২৮ জুনের মধ্যে পুরোপুরি সিদ্ধান্ত জানাতে হবে আইসিসিকে।"

কেন শ্রীলঙ্কায় বোর্ড টি২০ আয়োজনে উৎসাহী, তাঁর অন্য কারণও আবার জানা গিয়েছে। অক্টোবরের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর দু-সপ্তাহ আগে ভেন্যু আইসিসির হাতে তুলে দিতে হয়। আমিরশাহিতে খেলা হলে যা বোর্ডের পক্ষে সম্ভব নয়। কারণ নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে ১ অক্টোবর আইসিসিকে টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। তবে সেই সময়েই আবার আইপিএল পুরোদমে চলার কথা। সেপ্টেম্বরের ১৯ তারিখে বাকি আইপিএল শুরু হয়ে ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। মাঠ নিয়ে জটিলতা কাটাতেই তাই এবার টি২০ বিশ্বকাপ শ্রীলঙ্কায় পাড়ি দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Sri Lanka BCCI UAE ICC
Advertisment