ভারতের বিশ্বকাপ অভিযানের শুরুতেই দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন শাহিন আফ্রিদি। ১০ উইকেটে পাক জয়ের অন্যতম কারিগর ছিলেন আফ্রিদি। ভারতের টপ অর্ডারের বিগ থ্রি কেএল রাহুল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা- তিনজনই শিকার আফ্রিদির বলে।
তিন ভারতীয় তারকাকে আউট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগেই। তবে নেট জগতে এবার নতুন ভিডিওর আবির্ভাব ঘটল। যে ভিডিওতে পাক তারকা পেসারকে দেখা যাচ্ছে কোহলি-বিরাটদের আউট হওয়ার ধরণ নিয়ে ব্যঙ্গ করছেন। তারপরে পাক স্পিডস্টারের সেই ভিডিও-ও যথারীতি ভাইরাল।
আরও পড়ুন: তারকা ক্রিকেটারদের বারবার অভিযোগ! দায়িত্ব নিয়েই বোর্ডের সঙ্গে আলোচনায় কোচ দ্রাবিড়
পাকিস্তানের স্বপ্নের বিশ্বকাপ অভিযানে দুরন্ত ছন্দে রয়েছেন শাহিন আফ্রিদি। নতুন বলে আফ্রিদির প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানদের শিরদাঁড়া দিয়ে কার্যত হিমেল স্রোত বইয়ে দিচ্ছেন। এর মধ্যেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের গ্রুপ লিগের কোনও একটি ম্যাচে তারকা পেসার ভারতীয় ত্রয়ী ব্যাটসম্যানের আউট হওয়ার ধরণ নিয়ে মস্করা করছেন।
বাউন্ডারি লাইনের ধারে শাহিন আফ্রিদি ফিল্ডিং করছিলেন। সেই সময় সমর্থকদের একাংশ তাঁর কাছে আবদার করে রোহিত-কোহলি-রাহুলদের আউট যেন অনুকরণ করে দেখান তিনি। দর্শকদের দাবিতেই মজাদার ভঙ্গিতে তারকা ব্যাটসম্যানদের আউট হওয়া নিয়ে ব্যঙ্গ করে বসেন তিনি।
প্রথমে দর্শকদের নকল করে দেখান যেভাবে রোহিত শর্মাকে লেগ বিফোর করেন তিনি। এরপরে দর্শকরা কেএল রাহুলের নাম বলে চিৎকার করতে থাকেন। সমর্থকদের মনোরঞ্জনের জন্য রাহুলের বোল্ড হওয়া-ও দেখান তিনি। কোহলির নামেও উল্লসিত জনতা চিৎকার শুরু করলে আফ্রিদি কোহলির পুল শট নকল করেন। পুল শটেই আফ্রিদিকে মাঠের বাইরে ফেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন কোহলি।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় অতীত হার্দিক! মুখের ওপর দরজা বন্ধ করা হল তারকার
তবে সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকেই পাক তারকার নিন্দায় সরব হয়েছেন। যেভাবে পাক সমর্থকদের মনোরঞ্জন করার জন্য ভারতীয়দের ব্যঙ্গ করেছেন, তা নিয়ে নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দেন।
টুর্নামেন্টের একমাত্র অপরাজেয় দল হিসাবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। গ্রুপের পাঁচ ম্যাচ- ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া জয় পেয়েছে পাক দল। গ্রুপের পাঁচ ম্যাচে ছয় উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদিও। গ্রুপ পর্বের সেই ফর্মই পাকিস্তান ধরে রাখতে চাইবে বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে নামছেন আফ্রিদিরা। অজি হার্ডল পেরিয়ে পাকিস্তান ফাইনালে উঠতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন