Advertisment

নটরাজনের ইয়র্কারে জায়গা হারানোর মুখে শামি, দুশ্চিন্তায় বঙ্গ পেসার

আইপিএল দুনিয়াতেও পাকাপাকিভাবে নিজের আবির্ভাব জানান দেওয়ার আগে নটরাজন সামাজিক পারিবারিক কর্তব্য পালন করেছেন। ভেঙে পড়া বাড়ি মেরামত করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের বলের মতোই দুরন্ত বেগে উত্থান ঘটেছে টি নটরাজনের। নিজের অভিষেক ওডিআই ম্যাচে নজর কাড়ার পর তামিল পেসার টি২০র অভিষেকেও কামাল করলেন। তিন অজি ব্যাটসম্যানকে আউট করে নিজের জাত চেনালেন। এই কারণেই চাপে পড়ে গেলেন মহম্মদ শামি। এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

Advertisment

ধারাভাষ্যকার বলে দিলেন, "নটরাজন যা করছে তাতে জাতীয় দল বুমরার সঙ্গে ওকে খেলাতে মুখিয়ে থাকবে টি২০-তে। এটা শামির উপর চাপ বাড়িয়ে দেবে। ডেথ ওভারে বল করার জন্য আদর্শ নটরাজন। বুমরা-নটরাজন জুটি বাঁধলে শামি চাপে পড়বে। কারণ দীপক চাহারকে বাদ দেওয়া যাবে না সুইং বোলার হিসাবে।"

আরো পড়ুন: বাবা দিনমজুর, মা-র মাংসের দোকান! এদিন অভিষেক হওয়া নটরাজনের উত্থান যেন সিনেমা

চলতি বছরে ঝড়ের গতিতে উত্থান ঘটেছে তারকার। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুরন্ত খেলার সুবাদে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের স্কোয়াডে জায়গা দেওয়া হয় তাঁকে। তারপরেই একদিনের এবং টি২০ দুই ফরম্যাটেই অভিষেক ঘটিয়ে ফেলেছেন তিনি।

ম্যাচের পর সনি সিক্সে তাই মঞ্জরেকর বলে দিয়েছেন, "ও যেভাবে উঠে এসেছে সেই গল্পটা দারুণ। প্রথম টি২০-তেই এই পারফরম্যান্স! ব্যাটসম্যানরা যখন স্লগ করছে, তখন শুধুমাত্র ইয়র্কারেই উইকেট তোলার চেষ্টা করে না ও। কয়েক বছর আগেও ওঁকে কেউ চিনত না। যেভাবে দলের প্রতিষ্ঠিত পেসারদের চ্যালেঞ্জ জানিয়েছে, সেটা খুব বড় বিষয়।"

এখনো টি২০ সিরিজের দুটো ম্যাচ বাকি। ইয়র্কার নটরাজনে ভর করে টিম ইন্ডিয়া সিরিজের দখল নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI Mohammed Shami
Advertisment