Advertisment

T20 Mumbai League: ব্যাটে-বলে শুরুতেই দুর্দান্ত অর্জুন, মুম্বই লিগে কিংবদন্তি-পুত্র ফের শিরোনামে

T20 Mumbai League: নিলামে অর্জুনকে নিয়ে প্রতিটি দলগুলির মধ্যেই উৎসাহ ছিল। প্রথম ম্যাচেই নজর কাড়লেন তিনি। ব্যাটে রান করার পাশাপাশি পাওয়ার প্লে-তে দারুণ বোলিং করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Arjun Tendulkar bowls a beauty, dismisses Surrey 2nd XI batsman with pace and movement

অর্জুনের লক্ষ্যভেদ, আগুনে ডেলিভারিতে নজর কাড়লেন শচীন পুত্র

মুম্বই ক্রিকেট লিগের নিলামে আকর্ষণ ছিলেন শচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। উদ্বোধনী ম্যাচেও শিরোনামে চলে এলেন উঠতি তারকা। পারফরম্যান্সের কারণে। আকাশ টাইগার্সের জার্সিতে শুরুর ম্যাচেই বলে আগুন ঝড়ালেন তিনি। এতেই ফের একবার আলোচনায় কিংবদন্তি পুত্র।

Advertisment

T20 Mumbai League: ক্রিকেটের নিলামে সর্বোচ্চ দর পেলেন অর্জুন, সচিন-পুত্রকে নিয়ে মাতামাতি চরমে

মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে ট্রায়াম্প নাইটস এমএনই-র জার্সিতে অভিষেক ঘটল ১৯ বছরের অর্জুনের। নার্ভাস হওয়ার পরিবর্তে রীতিমতো তারকার মেজাজেই বোলিং করে যান তিনি। ৩ ওভারে মাত্র ২১ রান খরচ করে অর্জুন তুলে নেন ১ উইকেট। অর্জুনের দুরন্ত বোলিংয়ে ভর করেই আকাশ টাইগার্স ৫ উইকেটে ম্যাচে জয় পায়।

অর্জুনের দলের অধিনায়ক ধবল কুলকার্নি। পাওয়ার প্লে-তে অর্জুনের হাতে বল তুলে দিয়েছিলেন কুলকার্নি। রীতিমতো পরিণতি দেখিয়ে লাইন-লেংথ বজায় রেখে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে রীতিমতো ত্রাসের সঞ্চার করেন তিনি। প্রথম ওভারে মাত্র ৬ রান খরচ করেন। দ্বিতীয় ওভারেই অর্জুন তুলে নেন বিপক্ষের ওপেনার করণ শাহ-কে। এর পরে তৃতীয় ওভারে ফের একবার কৃপণ বোলিং করে মাত্র ৮ রান দেন তিনি। এরপরে আর চতুর্থ ওভারে বল করানো হয়নি তাঁকে। পাওয়ার প্লে-তে ঠাণ্ডা মাথায় বোলিংয়ের জন্য অর্জুন রীতিমতো প্রশংসিত হন।

অর্জুনের দুরন্ত স্পেল সত্ত্বেও সূর্যকুমার যাদবের (৫৬ বলে ৯০) ব্যাটে ভর করে নাইটরা তোলে ১৪৭। এরপরে ব্যাট করতে নেমেও ঝলক দেখান তিনি। ৩ নম্বরে ব্যাট করতে পাঠানো হয় অর্জুনকে। ১৯ বলে ২৩ রানের ইনিংসে অর্জুন বিশাল একটা ছক্কাও হাকান। বৃহস্পতিবারে অর্জুন তেন্ডুলকর ব্রিগেড খেলবে ঈগল থানে স্ট্রাইকার্সের বিরুদ্ধে।

cricket Sachin Tendulkar mumbai
Advertisment