Advertisment

বিশ্বকাপ শেষ সাকিবের! প্রবল দুঃসংবাদ আছড়ে পড়ল বাংলাদেশ শিবিরে

বাংলাদেশ পরপর তিন ম্যাচ হেরে কার্যত সেমিফাইনালে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে। তারপরেই ছিটকে গেলেন সাকিব আল হাসানও।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সাকিব আল-হাসান

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এখনও গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই বড়সড় দুসংবাদ আছড়ে পড়ল বাংলাদেশে। চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান।

Advertisment

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে দলের একনম্বর তারকা ছিটকে গেলেন হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, "ওঁর হ্যামস্ট্রিং চোট রয়েছে। চোট গুরুতর হওয়ায় বাকি ম্যাচে খেলতে পারবেন না।"

আরও পড়ুন: সৌরভের প্রত্যাবর্তনে আপত্তি ছিল শচীন-দ্রাবিড়দের! ভয়ানক মন্তব্যে গনগনে বিতর্ক ওস্কালেন চ্যাপেল

বাংলাদেশ সুপার-১২ এ গ্রুপ পর্বের তিনটে ম্যাচেই হার হজম করেছে। কোনও সন্দেহ নেই সাকিবকে হারানো বাংলাদেশের কাছে বড় ধাক্কা। একসপ্তাহ আগে মহম্মদ সাইফুদ্দিন একইভাবে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে স্কোয়াডে ঢোকেন রুবেল হাসান। পিঠে চোটের কারণে সাইফুদ্দিন বাইরে চলে যাওয়ার পরে ইভেন্ট টেকনিক্যাল কমিটি বাংলাদেশের হয়ে ২৮টি টি২০ ম্যাচ সহ ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল হোসানকে স্কোয়াডে পরিবর্ত হিসাবে নেওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দেন।

তার আগে রুবেল বাংলাদেশ স্কোয়াডে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন। করোনা প্রোটোকল অনুযায়ী, প্রত্যেক দলই এবার রিজার্ভ ক্রিকেটারদের নিয়ে গিয়েছে।

সাকিবের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে এখন কে ঢোকেন, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Cricket Shakib Al-Hasan T20 World Cup
Advertisment