ভারত: ২১০/২
আফগানিস্তান: ১৪৪/৭
অবশেষে ঘুম ভাঙল ভারতের। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খেয়ে নড়েচড়ে বসেছিল ভারত। 'খোঁচা খাওয়া বাঘ' ভারত বুধবার আফগানিস্তানকে আবু ধাবিতে ৬৬ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল।
রোহিত শর্মা এবং কেএল রাহুলের ব্যাটিংয়ে রানের ফুলঝুরিতে ভর করে ভারত স্কোরবোর্ডে ২১০ তোলার পরেই কার্যত ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। ২১১ রানের টার্গেট চেজ করতে নেমে আফগানরা গুটিয়ে গেল মাত্র ১৪৪ রানে।
আরও পড়ুন: বন্ধু দ্রাবিড় এবার জাতীয় দলের হেড কোচ! উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সৌরভ
পাক ম্যাচে খারাপ খেলার জন্য সোশ্যাল মিডিয়ায় ছিন্নভিন্ন হতে হয়েছিল মহম্মদ শামিকে। তিনি বুধবার আফগানদের নেমেসিস হিসাবে আবির্ভূত হলেন বল হাতে। তিন উইকেট তাঁর নামের পাশে। অন্যদিকে, বিশ্বকাপে প্ৰথম ম্যাচে খেলতে নেমে বল হাতে ভেলকি দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজ থেকে টানা বাইরে রেখেছেন দক্ষিণী অফস্পিনারকে। ক্রিকেট মহল বারবার গর্জে উঠেছে। সেই অশ্বিনকে বরুণ চক্রবর্তীর জায়গায় নামাতেই নিজের মাহাত্ম্য বুঝিয়ে গেলেন তারকা। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তুলে নিলেন ২ উইকেট। রবীন্দ্র জাদেজা ১ উইকেট পেলেও ৩ ওভারে ১৯ রান দিয়ে অশ্বিনের সঙ্গে ঘূর্ণি-চাপ বজায় রেখেছিলেন আফগান ব্যাটিংয়ের ওপর।
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে আফগানদের হয়ে ব্যাটে কিছুটা রান পেয়েছেন ক্যাপ্টেন নবি (৩২ বলে ৩৫) এবং করিম জানাত (২২ বলে ৪২)। বাকিরা সেভাবে দাঁড়াতেই পারেননি। শেষদিকে করিম জানাতের মারমুখী ইনিংসে হারের ব্যবধান কমায় আফগানিস্তান।
আরও পড়ুন: অশ্বিন কেন বারবার বাদ, তদন্ত করুক সৌরভরা! বিস্ফোরক আর্জি বেঙ্গসরকারের
তার আগে টসে হেরে বুধবার ফের শুরুতে ব্যাট করতে নামে ভারত। আর প্ৰথম থেকেই মারমার কাটকাট ব্যাটিং ভারতের। রোহিতের ৭৪ রানের ইনিংস সাজানো ৮ বাউন্ডারি, ৩ ওভার বাউন্ডারিতে। অন্যদিকে, রাহুল ৬৯ রান তোলার পথে হাঁকিয়েছেন হাফডজন বাউন্ডারি এবং দুটো পেল্লায় ছক্কা।
প্রথম দুটি ম্যাচের ব্যাটিং বিপর্যয় দূরে সরিয়ে আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত ম্যাচ উপহার দেন ভারতীয় ওপেনাররা। বুধবার রোহিত শর্মা-কেএল রাহুল জুটি ওপেনিংয়েই তুলে দেয় ১৪০ রান। রোহিত শর্মার ৪৭ বলে ৭৪ এবং রাহুলের ৬৯-এ ভর করে ১৫ ওভারেই ১৪০-এর উপর রান স্কোরবোর্ডে উঠে যায়। টি-২০ বিশ্বকাপে এটাই ভারতীয় ওপেনারদের সেরা পার্টনারশিপ (১৪০ রান)। এর আগে শেওয়াগ-গম্ভীর ২০০৭ সালে ডারবানে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন।
মাত্র ৭ রানের ব্যবধানে রোহিত-রাহুল ফেরার পরে শেষদিকে ঝড় তোলেন ঋষভ পন্থ (১৩ বলে ২৭), হার্দিক পান্ডিয়া (১৩ বলে ৩৫)। আফগানিস্তানের কোনও বোলারই ভারতের সামনে কল্কে পায়নি। রশিদ খান ৪ ওভারের কোটায় ৩৬ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন