Advertisment

মর্গ্যান যেন ইংল্যান্ডের ধোনি! বড়সড় তুলনা টেনে আলোচনা বাড়ালেন কার্তিক

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রানের জয়ে ইংল্যান্ড কার্যত চলতি বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে। এই জয়ের সঙ্গেই মর্গ্যানের মুকুটে নতুন পালক জুড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতের কাছে মহেন্দ্র সিং ধোনির যেমন, তেমনটাই ইংল্যান্ডের কাছে ইয়ন মর্গ্যান। এমনই বড়সড় মন্তব্য করলেন এবার দীনেশ কার্তিক। শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড একদিন আগেই। সেই জয়ের সঙ্গেই টি২০ ক্রিকেটের ইতিহাসে মর্গ্যান সফলতম অধিনায়কের আসন ছিনিয়ে নিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে পেরিয়ে।

Advertisment

তারপরেই মর্গ্যানের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেকেআরে তাঁর সতীর্থ দীনেশ কার্তিক। টুইটারে কার্তিক সরাসরি জানিয়ে দিলেন, মর্গ্যান যেন ইংল্যান্ডের ধোনি! "ভারতের কাছে ধোনি যেমন, ইংল্যান্ডের কাছে একইভাবে মর্গ্যান গুরুত্বপূর্ণ। দারুন নেতৃত্ব দিয়েছ মর্গ্যান। ইংল্যান্ডকে চলতি টুর্নামেন্টে হারানো সত্যি মুশকিল।"

আরও পড়ুন: হার্দিক হয়ত বাদ, আফগানিস্তান ম্যাচে সম্ভবত জোড়া বদল টিম ইন্ডিয়ায়! জানুন একাদশ

অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ ক্রিকেট উপহার দেওয়ার পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন কার্তিক। সেইসঙ্গে কেকেআর সতীর্থ মর্গ্যানেরও উচ্চকিত প্রশংসা করেছেন কার্তিক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রানের জয়ে ইংল্যান্ড কার্যত চলতি বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে। এই জয়ের সঙ্গেই মর্গ্যানের মুকুটে নতুন পালক জুড়ে গিয়েছে। ধোনির ৪২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে জয়ের নজির পেরিয়ে ক্যাপ্টেন মর্গ্যানের নামের পাশে ৪৩টি জয়। দুরন্ত ফর্মে থাকা জস বাটলারের ৬৭ বলে ১০১ রানের বিস্ফোরক ইনিংসের পাশাপাশি মর্গ্যানের অধিনায়কত্বও প্রশংসিত হচ্ছে।

গ্রুপের টানা চারটে ম্যাচ জয়ের পরে শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত থ্রি লায়ন্স বাহিনীর। সেমিফাইনালে সেক্ষেত্রে গ্রুপ-বি'র দ্বিতীয় স্থানাধিকারী দলের মুখোমুখি হতে হবে ইংরেজদের। শনিবার গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

MS DHONI Dinesh Karthik England T20 World Cup
Advertisment