ধোনিকে ছাপিয়ে টি২০-তে টানা জয়ের রেকর্ড! পাক ম্যাচের পরেই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত

আফগানিস্তানের প্রাক্তন নেতা আসগর আফগান জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে এবং ৭৪টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০০৯-এ অভিষেক ঘটেছিল তাঁর।

আফগানিস্তানের প্রাক্তন নেতা আসগর আফগান জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে এবং ৭৪টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০০৯-এ অভিষেক ঘটেছিল তাঁর।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন আসগর আফগান। রবিবার আফগানিস্তান নামিবিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মত নামবেন আসগর। এমনটাই জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

Advertisment

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইট, "টি২০ ক্রিকেটে ধোনিকে ছাপিয়ে টানা জয়ের রেকর্ড যে ক্যাপ্টেনের দখলে সেই আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন রবিবার নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবেন। এসিবি আসগরের সিদ্ধান্তকে সম্মান জানায়। দেশের হয়ে ওঁর অবদানকে কুর্নিশ জানাতে চায়। ওঁর জায়গা নেওয়ার জন্য তরুণ আফগান ক্রিকেটারদের অনেক পরিশ্রম করতে হবে।"

জাতীয় দলের জার্সিতে আসগর ছয়টা টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৭৪ টি২০ খেলেছেন। ডান হাতি ব্যাটসম্যান আসগর ২০০৯-এ স্কটল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। ২০১৮ সালের জুনে টেস্টে অভিষেক ঘটান ভারতের বিরুদ্ধে।

Advertisment

বর্ণময় কেরিয়ারের সমাপ্তি।ঘটছে রবিবারই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afghanistan T20 World Cup