রবিবারের বাঁচা লড়াইয়ের ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বকলমে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে দুই দল। পাকিস্তানের কাছে দুই দলই হেরে বসেছে। সেই সমীকরণে রবিবার যে দল হারবে, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে।
তবে একসপ্তাহ আগের সেই হার ভুলে নতুন করে নিজেদের রিস্টার্ট দেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে গিয়েছে কোহলি ব্রিগেড। ঘটনাচক্রে, আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরূদ্ধে ভারতের রেকর্ড মোটেও ভাল নয়। শেষবার আইসিসি টুর্নামেন্টে ভারত কিউয়ি বধ করেছিল সেই ২০০৩-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। আইসিসি টুর্নামেন্টে ১৪বার মুখোমুখি সাক্ষাতে ভারত জিতেছে মাত্র তিনটিতে।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল হোক বা কয়েক মাস আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত পর্যুদস্ত হয়েছে ব্ল্যাক ক্যাপসদের সামনে।
আরও পড়ুন: আস্থাই নেই শার্দূলে! কিউয়ি ম্যাচে ভারতের দল গঠনে ব্যাপক বিস্ময়, কেমন হচ্ছে একাদশ
সেই হিসাবে ভারতের কাছে মাস্ট উইন রবিবাসরীয় দ্বৈরথে নিউজিল্যান্ড ম্যাচ প্রতিশোধেরও বটে। প্রতিহিংসার ম্যাচে জয় সমেত রেকর্ড বদলে ফেলতে পারবেন কোহলিরা? সেই প্রশ্নই এখন ক্রিকেট মহলের।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কবে?
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ৩১ অক্টোবর, রবিবার।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কোথায় হবে?
দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ খেলা হবে।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী ৭.৩০-এ ম্যাচ শুরু হবে। টস হবে ৭টায়।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখানো হবে?
দুই দেশের ধুন্ধুমার লড়াই স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল- Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 and Star Sports 3 HD এবং ডিডি-১ সরাসরি দেখা যাবে।
আরও পড়ুন: আউট না হয়েও মাঠ ছাড়লেন পোলার্ড! বেনজির কারণ প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কোন ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে?
ডিজনি+হটস্টার এপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের।
টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন