Advertisment

কোহলির সঙ্গে অশ্বিনের সম্পর্ক কাঁটায় ভরা! বিস্ফোরক অভিযোগ তুলে সরব ইংরেজ তারকা

বিশ্বকাপে টানা দু ম্যাচে হারের পরে কোহলির নেতৃত্ব ফের চরম সমালোচনার মুখে। এর মধ্যেই অশ্বিনের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন নিক কম্পটন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোহলিকে এর আগে একাধিকবার আক্রমণ করে শিরোনামে উঠে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক কম্পটন। সেই তারকাই এবার মুখ খুললেন ভারত বিশ্বকাপে টানা দু-ম্যাচে বিধ্বস্ত হওয়ার পরে। পাকিস্তানের পরে কিউয়িদের কাছে হেরে ভারত আপাতত সুপার-১২ এর গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার মুখে।

Advertisment

এমন আবহেই কোহলির সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের সম্পর্ক নিয়ে ফের একবার বিতর্ক উস্কে দিলেন নিক কম্পটন। ইংল্যান্ডের সফরে একটাও ম্যাচ খেলেননি অশ্বিন। সেই ঘটনায় একাধিক জায়গা থেকে প্রশ্নের মুখে পড়েছিলেন ক্যাপ্টেন কোহলি। ইংল্যান্ড সফরের ট্র্যাডিশনই ধরে রেখেছেন কোহলি। বিশ্বকাপেও অশ্বিনকে প্রথম একাদশে রাখছেন না কোহলি। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে প্রথম স্পিনার ভাবা হচ্ছে টি২০ একাদশ।

আরও পড়ুন: এখনও সেমিফাইনালে পৌঁছতে পারে ভারত! কী হিসাবে, কোন অঙ্ক- খাতাকলমে মিলিয়ে নিন

কোহলির এমন নীতিতেই সরাসরি প্রশ্ন তুলে নিক কম্পটনের টুইট, "এটাই বুঝতে পারছি না, কোহলির কাঁটাযুক্ত সম্পর্ককে কেন মেনে নিয়ে অশ্বিনকে বাইরে রাখার অনুমতি দেওয়া হচ্ছে? অধিনায়কের এমন স্বেচ্ছাচারিতা কী চালিয়ে যেতে দেওয়া উচিত?"

কম্পটনের এমন টুইটের পরে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন। অনেকেই কোহলির পাশে দাঁড়িয়ে কম্পটনকে পাল্টা দিয়েছেন। তবে অনেক নেটিজেন আবার কোহলির দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছেন। ঘটনাচক্রে, এর আগে কোহলিকে সবথেকে 'খিস্তিবাজ' ব্যক্তি বলে দিয়েছিলেন কম্পটন।

ইংল্যান্ড সিরিজের চার টেস্টেই কোহলি বাইরে রেখেছিলেন অশ্বিনকে। এরপরে টি২০ ওয়ার্ল্ড কাপে পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই ম্যাচেই ডাগ আউটে বসতে হয়েছে তারকা স্পিনারকে। এর আগে কম্পটন বিস্ফোরক মন্তব্যে জানান, "কেউ কি জানাতে পারে কীভাবে দল নির্বাচনের সময় কোহলির ব্যক্তিগত সম্পর্ককে অনুমতি দেওয়া হচ্ছে!" ৩৮ বছরের নিক কম্পটন ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ১৬ টেস্ট ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Ravichandran Ashwin Indian Cricket Team T20 World Cup
Advertisment