/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/India.jpeg)
গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না ভারতকে। ফের একবার টসে হারল ভারত। শুরুতে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। হার্দিক পান্ডিয়াকে নিউজিল্যান্ড ম্যাচে রেখেই একাদশ গড়ল ভারতীয় দল।
তবে পিঠে চোটের কারণে বাইরে বসতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। তাঁর জায়গায় দলে এলেন ঈশান কিষান। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারকেও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুবনেশ্বরের জায়গায় খেলছেন শার্দূল ঠাকুর।
আরও পড়ুন: সৌরভের প্রত্যাবর্তনে আপত্তি ছিল শচীন-দ্রাবিড়দের! ভয়ানক মন্তব্যে গনগনে বিতর্ক ওস্কালেন চ্যাপেল
পাক ম্যাচে হারের পরে ভারতের দল নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তাঁকে প্রথম একাদশে রেখে টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে দিল, দল তাঁর পাশেই রয়েছে।
🚨 Team News 🚨
2⃣ changes for #TeamIndia as Ishan Kishan & Shardul Thakur are named in the team. #T20WorldCup#INDvNZ
Follow the match ▶️ https://t.co/ZXELFVZhDp
Here's our Playing XI 🔽 pic.twitter.com/6xDKILf9lr— BCCI (@BCCI) October 31, 2021
সূর্যকুমার যাদবের না খেলতে পারা বেশ দুর্ভাগ্যজনক। তবে তাঁর জায়গায় অবশেষে বিশ্বকাপে সুযোগ পেলেন দুরন্ত ফর্মে থাকা ঈশান। ভুবনেশ্বর কুমারের বোলিং ফর্ম নিয়েও আলোচনা চলছিল। শার্দূলকে অন্তর্ভুক্তির দাবি জোরালো হচ্ছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই ভুবি বাদ পড়লেন। তবে এই ম্যাচেও জায়গা হল না রবিচন্দ্রন অশ্বিনের। বরুণ চক্রবর্তীর যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে কোহলিরা বুঝিয়ে দিলেন, মিস্ট্রি স্পিনার বরুণই টি২০-তে দলের একনম্বর স্পিন অস্ত্র।
ভারতের মত পরিবর্তন ঘটিয়েছে নিউজিল্যান্ডও। চোট পাওয়া লকি ফার্গুসনের বদলে স্কোয়াডে নেওয়া হয়েছিল এডাম মিলনেকে। ভারত ম্যাচে টিম সেইফার্টকে বাইরে বসিয়ে প্রথম একাদশে রাখা হল স্পিডস্টার মিলনেকে। উইকেটকিপিং করবেন ডেভন কনওয়ে।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঈশান কিষান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
নিউজিল্যান্ড প্ৰথম একাদশ:
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন