সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে কোনও পরিবর্তন সম্ভবত দেখা যাবে না। পাকিস্তান ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে কিউয়ি যুদ্ধে নামা হবে। এমনটাই জানা যাচ্ছে ম্যাচের ২৪ ঘন্টা আগে। এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধোনির সিএসকে নীতি অক্ষরে অক্ষরে পালন করছে। যে নীতির মোদ্দা কথা-একটা হারেই দলে পরিবর্তন এন না। তবে 'শর্তাবলী প্রযোজ্য' হিসাবে জুড়ে থাকছে একটাই সতর্কবাণী- রবিবার যদি কেউ ফিট না থাকে, সেক্ষেত্রে প্রথম একাদশে অবশ্যই পরিবর্তন আসবে।
পাকিস্তানের কাছে হারের পরেই টিম কম্বিনেশন নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। তবে এরপরেও ধোনির নিজস্ব নীতিতে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে।
আরও পড়ুন: বিশ্বকাপে রাসেলের ‘হিরের হাঁস’! বাংলাদেশ ম্যাচে লজ্জার রেকর্ডে শিরোনামে তারকা, রইল ভিডিও
সেই হিসাব মানলে হার্দিক পান্ডিয়া বহাল তবিয়তে বিরাজমান থাকছেন রবিবারের একাদশেও। টিম ম্যানেজমেন্টের কেউই শার্দূলকে সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
বোলিং নিয়েও শার্দূলের দক্ষতা নিয়ে সংশয় রয়েছে টিমের। বলা হচ্ছে, শার্দূল যে উইকেট টেকিং বোলার তা নিয়ে সন্দেহ নেই। তবে শার্দূলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বড্ড খরুচে। আর হার্দিককে নেট অনুশীলনে বল হাতে দেখে অনেকেই আশ্বস্ত। তাই মুম্বইকরের পরিবর্তে বরোদা বম্বার-কেই ফের একবার প্রথম একাদশে দেখা যাবে।
হার্দিক নিজেও জানেন দলকে কতটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন তিনি। বিশ্বকাপের নির্বাচনের সময় প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, আইপিএলেই বল করতে দেখা যাবে হার্দিককে। তবে গোটা আইপিএলেই বল করতে দেখা যায়নি।
আরও পড়ুন: আউট না হয়েও মাঠ ছাড়লেন পোলার্ড! বেনজির কারণ প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই
এরপরে পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেও হার্দিক হাত ঘোরাননি। ঘটনাচক্রে শার্দূলকে টিম ইন্ডিয়ার একাদশে যাঁর পরিবর্তে ভাবা হচ্ছিল তিনি হার্দিক নন, ভুবনেশ্বর কুমার। যাঁকে পাক ম্যাচে রীতিমত বিবর্ণ লেগেছিল। তবে কিউয়ি ম্যাচেও ভুবনেশ্বর কুমারকে রেখে দল গড়া হচ্ছে।
একইভাবে রবিচন্দ্রন অশ্বিন নন, বরুণ চক্রবর্তীর ওপরেই টিম ম্যানেজমেন্ট এবং বিরাট কোহলি ভরসা রাখছেন মরন বাঁচন কিউয়ি ম্যাচে। জানা গিয়েছে, স্লো বোলিং কম্বিনেশনে বিরাট নিজে কোনওরকম পরিবর্তন ঘটাতে উৎসাহী নন।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন