ব্যাট হাতে মোটেই ছন্দে নেই দীনেশ কার্তিক। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ম্যাচে ব্যর্থ হওয়ার পরে পন্থকে খেলানোর দাবি জোরালো হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দীনেশ কার্তিক চোট পাওয়ায় পন্থেরও প্ৰথম একাদশে ঢোকার সম্ভবনা জোরালো দাবি তৈরি হয়েছিল। তবে কার্তিককে রেখেই বাংলাদেশ ম্যাচে দল সাজিয়েছে ভারত।
বাংলাদেশকে পেয়েও ব্যাট হাতে রানের দেখা পেলেন না তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। উল্টে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে দলের বিপত্তি বাড়ালেন তিনি। আর ডেথ ওভারে মোক্ষম সময়ে কার্তিক রান আউট হওয়ায় মাঠেই ফের মেজাজ হারালেন কোহলি।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে একনম্বরের সিংহাসনে কোহলিই! ভেঙেচুরে একাকার করলেন কিংবদন্তির রেকর্ড
১৭তম ওভারে বোলিং করছিলেন শরিফুল ইসলাম। হাই ফুলটস কোহলি সরাসরি শর্ট কভারে পাঠিয়ে দেন। যেখানে ফিল্ডিং করছিলেন শাকিব এল হাসান। সেই সময়েই রান নেওয়ার চেষ্টা করেন কার্তিক। তবে সফল।হননি। কোহলি ক্রিজ না ছাড়ায় নন স্ট্রাইকিং এন্ডে ফেরত আসার সময় কার্তিক আবিষ্কার করেন অনেক দেরি হয়ে গিয়েছে।
কার্তিক ক্রিজে ফিরে আসার আগেই ততক্ষণে সাকিবের ছোঁড়া থ্রোয়ে উইকেট ভেঙে দিয়েছেন শরিফুল ইসলাম। আসলে রান নেওয়ার কল ছিল কার্তিকের। তবে কোহলি পত্রপাঠ কার্তিকের কল খারিজ করে দেন। সত্ত্বেও রান নেওয়ার চেষ্টা করেন কার্তিক। এই ভুল বোঝাবুঝিতেই কার্তিক আউট হয়ে যান ৭ বলে মাত্র ৫ রান করে। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে তিন ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে কার্তিক করেছেন মাত্র ১৩ রান।
সতীর্থ আউট হওয়ার পরে কোহলির দৃশ্যতই অসন্তোষ প্রকাশ করেন। কার্তিকের সঙ্গে কিছুটা উত্তপ্ত ভঙ্গিতেই বাক্য বিনিময় করতে দেখা যায় সুপারস্টারকে।
ভারত পারথের উইকেটে ২০০ রানের টার্গেট করেছিল। তবে ডেথ ওভারে সেভাবে কেউ জ্বলে উঠতে না পারায় ভারত ১৮৪-এর বেশি তুলতে পারেনি। কার্তিক আউট হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। শেষদিকে, অশ্বিনের ৬ বলে ১৩ রানের ক্যামিও ভারতকে ১৮৪-তে পৌঁছে দেয়।
আরও পড়ুন: কোহলিকে চোখের দেখা দেখতে বিশ্বকাপে চিনা সমর্থক! স্পষ্ট হিন্দিতে জানালেন ভালবাসা, ভিডিও দেখুন
কোহলি আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৪৪ বলে ৬৪ রান করে টুর্নামেন্টে নিজের তৃতীয় হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। তিনি এদিনই টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান। কোহলির সঙ্গেই রানের খরা কাটিয়ে অবশেষে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার কেএল রাহুলও। সূর্যকুমার যাদব সাকিব আল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ৩০ রানের ইনিংসে বিনোদন দিয়ে যান।