USA staff falis to recognize Dale Steyn: ভাবুন তো, কেউ যদি শচীন তেন্ডুলকারকে কীভাবে ব্যাট করতে হয়, শেখানোর চেষ্টা করেন। অথবা, শোয়েব আখতারকে কীভাবে বল করতে হয়, অথবা বল ধরতে হয় শেখানোর চেষ্টা করেন? ব্যাপারটা অবশ্যই মজাদার হবে। কারণ, যাঁরা যে কাজের জন্য কিংবদন্তি, তাঁদেরকে সেই বিষয়টাই শেখানোর চেষ্টা নেহাত বোকামি ছাড়া কী-ই বা বলা যেতে পারে? আর, এমন বোকামি দেখে মজা পাওয়াটাই স্বাভাবিক। এবার কিন্তু, এমনই এক দৃশ্য দেখা গেল আমেরিকায়। কিংবদন্তি বোলার ডেল স্টেইনকে চিনতে পারলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মী। তিনি স্টেইনকে বল ধরতে শেখানোর চেষ্টা করেন। পইপই করে বলে দেন, স্টেইন যেন ভুল করেও বল না ছোড়েন, তাহলে সেটা ঠিকমতো বোলিং হবে না।
স্টেইন বর্তমান আমেরিকায়। এবারের টি-২০ বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে হচ্ছে। তাতেই ধারাভাষ্যকারের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি আমেরিকায় গিয়েছেন। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো স্টেইনকে ওই মার্কিন কর্মীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেখা গিয়েছে।
স্টেইন ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তাঁর প্রজন্মের অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই স্পিডস্টার ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর টেস্ট অভিষেক করেছিলেন। প্রাক্তন শীর্ষস্থানীয় টেস্ট বোলার ৯৩ ম্যাচে নিয়েছেন ৪৩৯ টেস্ট উইকেট। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।
আরও পড়ুন- ড্রয়েই খতম সুনীলের বিদায়ী ম্যাচ! পরের রাউন্ডের আশা এখনও বেঁচে ভারতের
ফাস্ট বোলার স্টেইনকে আইসিসি ২০০৮ সালের টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার মনোনীত করেছিল। আর, উইজডেনের বিচারে তিনি ছিলেন ২০১৩ সালের সেরা ক্রিকেটার। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত রেকর্ড ২৬৩ সপ্তাহ, তিনি ছিলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বোলার। ৪০ বছর বয়সি এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট, ১২৫টি একদিনের আন্তর্জাতিক (ODI) এবং ৪৭টি টি-২০ খেলেছেন। স্টেইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন।