Team India t20 World Cup 2024 squad: টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের পর ঝড় বয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ায়। শুভমান গিল, রিঙ্কু সিংয়ের মত প্রতিভাবান তারকারা বাদ পড়েছেন টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে। রিঙ্কু-শুভমান বাদ পড়লেও হার্দিক পান্ডিয়ার সুযোগ পাওয়া বিতর্কের ঝড় তুলে দিয়েছিল।
পরে নির্বাচক প্রধান অজিত আগারকার বলে দেন, সেরকম পরিবর্ত না থাকায় হার্দিককে বাছাই করতে হয়েছে। পরে জাতীয় স্তরের এক প্রচারমাধ্যমে বিস্ফোরক রিপোর্ট-এ বলা হয়, আগারকার কিংবা রোহিত শর্মা মোটেই বিশ্বকাপে হার্দিককে চাননি। তবে চাপের মুখে নাকি হার্দিককে নেওয়া হয়েছে।
হার্দিককে নিয়ে এরকম গরমা গরম রিপোর্ট বেরোনোর পরেই এবার মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। বলে দিয়েছেন, স্রেফ আইপিএল ফর্মের বিচারে সবসময় নির্বাচন করে সম্ভব নয়।
জয় শাহ টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক আলোচনায় হার্দিক পান্ডিয়ার নির্বাচন কার্যত ডিফেন্ড করেছেন। বলে দিয়েছেন, অভিজ্ঞতা অনেক সময় নির্বাচনের ক্ষেত্রে মূল মাপকাঠি হয়ে দাঁড়ায়।
জয় শাহ বলে দিয়েছেন, "ফর্ম এবং অভিজ্ঞতার দারুণ ভারসাম্য রয়েছে। স্রেফ আইপিএলের পারফরম্যান্সই নির্বাচনের মাপকাঠি হতে পারে না। কারণ বিদেশে খেলার অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দিতে হয়।"
দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই ক্যাম্পের অগ্নিগর্ভ ব্যাপার সময় গড়ানোর সঙ্গেই থিতিয়ে আসবে, এমনটাই ভাবা হয়েছিল। তবে তা আদতে হয়নি। মুম্বইয়ের এবারের পারফরম্যান্সেই তা স্পষ্ট। সেই রিপোর্টেই বলা হয়েছে, রোহিত শর্মা এবং অজিত আগারকাররা বিশ্বকাপগামী দলে হার্দিক চাননি।
চাপের মুখে' নাকি হার্দিককে নিতে বাধ্য হয়েছেন রোহিত-আগারকাররা। এছাড়াও বলা হয়েছে, রোহিত শর্মা সম্ভবত আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেবেন আসন্ন বিশ্বকাপের পরেই।
বিশ্বকাপের দল নির্বাচনের ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারকে সাংবাদিক সম্মেলনে হার্দিকের দুর্বল ফর্ম সত্ত্বেও কীভাবে বিশ্বকাপে স্কোয়াডে রাখা হল, তা নিয়ে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, টিম ইন্ডিয়ার কাছে বিকল্প ছিল না। তাই হার্দিককে নিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে হার্দিক যোগদান করবেন স্রেফ একজন ক্রিকেটার হিসাবে নয়, রোহিতের ডেপুটি হিসাবে মাঠে নামবেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন।