Advertisment

Rohit Sharma-Virat Kohli: রোহিত-কোহলির ভাগ্য চূড়ান্ত করবেন জয় শাহ! বিরাট আপডেট এল সরাসরি

Rohit-Virat in T20 World Cup 2024: আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি সুযোগ পাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি এখনও এনিয়ে দ্বিধায়। ২০২২-এর নভেম্বর থেকে রোহিত এবং বিরাট টি২০ খেলেননি। আফগানিস্তান সিরিজেও টি২০ দল এখন ঘোষিত হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah-india

জয় শাহ এবং টিম ইন্ডিয়া (টুইটার)

T20 World Cup 2024: আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে নাটক এখনও অব্যাহত। যার ফলে ঝুলেই রইল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) ভাগ্য। অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি এখনও এনিয়ে দ্বিধায়। ২০২২-এর নভেম্বর থেকে রোহিত এবং বিরাট টি২০ খেলেননি। আফগানিস্তান সিরিজেও টি২০ দল এখন ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে জুনে আমেরিকায় টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আগে আফগানিস্তানে টি২০ সিরিজ। জাতীয় নির্বাচকরা আসন্ন আফগানিস্তান সিরিজেও রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে একজনকে বেছে নেওয়া সহজ হবে বলে মনে করছেন না।

Advertisment

আরও পড়ুন- Ambati Rayudu YSRCP: রাজনীতির ময়দানে রেকর্ড প্রাক্তন ক্রিকেটার রায়ডুর, যোগদানের ১০ দিনেই দলত্যাগ

তবে, এখনও পর্যন্ত যে রোহিত এবং বিরাটের টি২০ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু, নয়। কারণ, দুই খেলোয়াড়ই যথেষ্ট ফর্মে আছেন। একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভালো রান করেছেন বিরাট কোহলি। ফিল্ডার হিসেবেও রোহিত এবং কোহলির বিরাট প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তবে, একদিনের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স, নাকি রোহিত ও বিরাটের বয়সটাকে নির্বাচকরা বেশি করে মাথায় রাখবেন, তা অস্পষ্ট।

আরও পড়ুন- শরীর খারাপ হবে দূষিত পরিবেশে! টিম ইন্ডিয়াকে খাটো করে অপমানজনক উপায় নিল ইংল্যান্ড

নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকায় রোহিত ও বিরাটের সঙ্গে কথা বলার জন্য উড়ে গিয়েছিলেন। সেখানে দুই ক্রিকেটারই জানিয়েছেন যে তাঁরা আসন্ন টি২০ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে চান। তবে সূত্রের খবর, এক্ষেত্রে আরও কিছু কারণ আছে। সব মিলিয়ে যাবতীয় সমস্যা মেটাতে শেষ পর্যন্ত বিসিসিআই সচিব জয় শাহকে হস্তক্ষেপ করতে হতে পারে।

আরও পড়ুন- T20 World Cup 2024: রোহিত-বিরাটকে বিশ্বকাপে বাদ দিলে চলবে না! বোর্ডকে কার্যত ‘হুঁশিয়ারি’ দিলেন গাভাসকার

তবে, সেটা নিয়ে গড়মসি করার কোনও সুযোগ নেই। কারণ, ভারতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ খেলার এখন মাত্র পাঁচ দিন বাকি। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। কিন্তু, টালবাহানা অব্যাহত থাকায় বিসিসিআই এখনও স্কোয়াডই ঘোষণা করতে পারেনি। আগরকার এখন বিদেশে। সম্ভবত, তিনি ফিরে আসার পরেই ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হবে। আর, সেটা হতে পারে, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। তার আগে নির্বাচকদের একাংশ মনে করছেন, রোহিত ও কোহলি দু'জনকেই টি২০-র প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হলে, ভারতীয় দলের ভারসাম্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন- India A squad: বাংলার অভিমন্যু এবার ইন্ডিয়া এ দলের অধিনায়ক! ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ঘোষণা বিসিসিআইয়ের

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাক্তন জাতীয় নির্বাচক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'যদি রোহিত, শুভমান গিল, বিরাট, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া আপনার সেরা পাঁচে থাকে তাহলে আপনার বাঁহাতি কোথায়? এখন, ধরে নেওয়া যাক আপনি কোহলিকে বাদ দেবেন এবং রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। গিল নামবেন তিন নম্বরে। কিন্তু, অজিত কি সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারবে?' আর, নির্বাচকরা যদি রোহিত ও কোহলি, দু'জনকেই দলে অন্তর্ভুক্ত করেন, তবে যে দু'জন ব্যক্তি বাদ পড়বেন, তাঁরা হলেন রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিশান। তার মধ্যে পরের জন বাঁহাতি কিপার-ব্যাটার আর টপ-অর্ডার ব্যাটিংয়ে অন্যতম বিকল্প।

আর, রোহিত ও কোহলি, দু'জনেরই দলে থাকার অর্থ এই যে থিংক ট্যাংক রিংকু সিং-কে দলে রাখবে। আর, জিতেশ শর্মা উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন। সেক্ষেত্রে, একজন মাত্র পঞ্চম বোলার হিসেবে দলে সুযোগ পাবেন। যাঁকে চোট থেকে ফিরে আসা হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রতিটি ম্যাচে চার ওভার বল করতে হবে। কিন্তু, শেষ পর্যন্ত কোন পথ নেওয়া হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

এই ব্যাপারে এক প্রবীণ ক্রিকেট প্রশাসকই সার সত্যটা বলে দিয়েছেন। তিনি বলেছেন, 'আগরকারের কমিটির যতই ক্ষমতা থাক না-কেন, সবটাই নির্ভর করবে জয় শাহর সিদ্ধান্তের ওপর। এখনও পর্যন্ত ঠিক আছে যে, হয় দু'জনকেই দলে নিতে হবে। অথবা, রোহিত ও বিরাট- দু'জনকেই দল থেকে বাদ দিতে হবে। বুদ্ধিমানের কাজ হবে, আফগানিস্তানের টি২০ সিরিজে উভয়কেই রাখা। তাতে আইপিএল পারফরম্যান্স দেখার আগেই বিরাট আরও রোহিতের বর্তমান পারফরম্যান্সটা দেখে নেওয়া যাবে।'

Virat Kohli BCCI Rohit Sharma IPL T20 Indian Cricket Team Indian Team T20 World Cup joy Shah Jay Shah
Advertisment