Advertisment

2024 t20 World Cup schedule: ক্যালেন্ডার দাগিয়ে রাখুন! টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ কবে, জানিয়েই দিল ICC

T20 World Cup 2024 schedule, India vs Pakistan: ২০০৭-এর উদ্বোধনী সংস্করণে ভারত খেতাব জিতেছিল ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান আবার টি২০ শিরোপা জেতে ২০০৯-এর সংস্করণে। বিগত দুই সংস্করণের বিজয়ী দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড গ্রুপ-বিতে রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, নামিবিয়া এবং ওমান। সবমিলিয়ে জমজমাট ওয়ার্ল্ড কাপের অপেক্ষায় বিশ্বক্রিকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC| t20 World Cup 2024 | Team India | India vs Pakistan | t20 World cup Schedule

India vs Pakistan: ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফের টি২০ ওয়ার্ল্ড কাপে (টুইটার)

ICC t20 World Cup Schedule, India vs Pakistan (ভারত বনাম পাকিস্তান): আইসিসি (ICC) টি২০ ওয়ার্ল্ড কাপ (t20 world cup) এর সূচি অবশেষে প্রকাশ পেল। গ্রুপ পর্বে ভারতের সঙ্গেই রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং সহ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবারই নবম টি২০ ওয়ার্ল্ড কাপের সূচি জানিয়ে দিল আইসিসি।

Advertisment

জুনে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই কানাডা মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। জুনের ২৯ তারিখ ফাইনাল হবে বার্বাডোজে। আর জুনের ৯ তারিখ নিউইয়র্কে হবে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহারণ।

২০০৭-এর উদ্বোধনী সংস্করণে ভারত খেতাব জিতেছিল ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান আবার টি২০ শিরোপা জেতে ২০০৯-এর সংস্করণে। বিগত দুই সংস্করণের বিজয়ী দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড গ্রুপ-বিতে রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, নামিবিয়া এবং ওমান। শেষবার আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে মেলবোর্নে হারিয়ে টি২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

আরও পড়ুন- ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা বাঙালি ব্যবসায়ীর সংস্থার! আদালতে ছুটতে হল মহাতারকাকে

এবারের বিশ্বকাপের মূল আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ রাখা হয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ সি'তে। গ্রুপ-ডি'তে রয়েছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ রয়েছে গ্রুপ অফ ডেথ-এ। প্রত্যেক গ্রুপ থেকেই দুটো করে দল পরবর্তী রাউন্ডে যাবে। বাংলাদেশকে গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে হারাতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েটদের। সেই সঙ্গে নেদারল্যান্ডসও থাকবে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে। গত বিশ্বকাপেই নেদারল্যান্ডসের কাছে মুখ থুবড়ে পড়েছিল টাইগার বাহিনী। এবার টি২০ বিশ্বকাপেও সেই প্রতিপক্ষ। গ্রুপ পর্ব প্রকাশ পাওয়ার পর কিছুটা চাপেই রইল টাইগাররা।

এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছয় ভেন্যুতে। প্ৰথমবার ক্রিকেটের কোনও বিশ্বকাপের দায়িত্ব পেল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে ম্যাচ। লস এঞ্জেলস অলিম্পিকের ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটেছে। সেই মেগা ইভেন্টের আগে এই বিশ্বকাপ অনেকটাই ঝালিয়ে নেওয়ার মত ব্যাপার।

গ্রুপ-এ: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা

গ্রুপ-বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ-সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ-ডি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল

ICC ICC Cricket World Cup Pakistan Cricket Bangladesh Cricket T20 Indian Cricket Team Indian Team T20 World Cup Bangladesh Cricket Team Pakistan Cricket Team
Advertisment