Shardul Thakur: বিশ্বকাপের সময়েই দুঃসংবাদ! অপারেশনের টেবিলে টিম ইন্ডিয়া তারকা, খেলতে পারবেন না ৩ মাস
Shardul thakur foot surgery: শার্দূল যেদিন তাঁর অস্ত্রোপচারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেদিনই এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বে ভারত আমেরিকার মুখোমুখি হয়েছে।
Shardul thakur foot surgery: শার্দূল যেদিন তাঁর অস্ত্রোপচারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেদিনই এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বে ভারত আমেরিকার মুখোমুখি হয়েছে।
India-USA: টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- বিসিসিআই)
Shardul Thakur undergoes surgery: পায়ে অস্ত্রোপচার হল ভারতীয় ক্রিকেট তারকা শার্দূল ঠাকুরের। ডাক্তাররা জানিয়েছেন, আগামী তিন মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে। এই অস্ত্রোপচার হয়েছে লন্ডনে। শার্দূল এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। বুধবার এই অলরাউন্ডারের পায়ে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। তার পর সুস্থই আছেন ভারতীয় ক্রিকেটার। এমনটাই জানিয়েছে লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisment
বছর ৩২-এর ক্রিকেটার নিজেই পোস্ট সার্জারির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে।' এর আগে পাঁচ বছর আগে, ২০১৯ সালেও শার্দূলের পায়ে অস্ত্রোপচার হয়েছিল। গত মরশুমে ৪২তম রঞ্জিজয়ী মুম্বই দলে ছিলেন শার্দূল। তাঁর পারফরম্যান্স নির্বাচকদের মনে বিশেষ দাগ কেটেছিল। বারবার চোট পাওয়া ভুক্তভোগী শার্দূল, খেলোয়াড়দের বিশ্রাম এবং চোট থেকে ফিরে আসার জন্য সময় দিতে বিসিসিআইকে আগেই অনুরোধ করেছেন। এবারের আইপিএলে তাঁর ইকোনমি রেট ছিল ৯.৭৫।
এই পরিস্থিতিতে আগামী তিন মাস তাঁর মাঠের বাইরে থাকা নিশ্চিত। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরতে পারেন। ফলে, ঘরোয়া ক্রিকেট মরশুমে খেলতে তাঁর অসুবিধা না হওয়ারই কথা। চলতি বছরের শেষেই আবার আইপিএলের মেগা নিলাম রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলে সেই মেগা নিলামেও ভালো দর পেতে পারেন এবছর সিএসকের হয়ে খেলা এই ক্রিকেটার।
তবে, জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের আপাতত কোনও প্রশ্নই নেই। অস্ত্রোপচারের পর তিনি ঘরোয়া ক্রিকেটে কেমন খেলছেন, বরং সেদিকেই লক্ষ্য থাকবে নির্বাচকদের। সেখানে ভালো কিছু করতে পারলে অবশ্য জাতীয় দলে ডাক পাওয়ার সুযোগ থাকবে এই ক্রিকেটারের। ডানহাতি মিডিয়াম পেসার শার্দূল ২০১৮ এবং ২০২৩ এশিয়া কাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শার্দূলের শেষ বড় সাফল্য বলতে ২০২৩ এর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেট নিয়েছিলেন। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করেছিলেন।
শার্দূল যেদিন তাঁর অস্ত্রোপচারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেদিনই এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বে ভারত আমেরিকার মুখোমুখি হয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপ এই মুখোমুখি হওয়ার আগে ভারত এবং আমেরিকা, উভয়েই দুটি করে ম্যাচ জিতেছে। দুই দলই পাকিস্তানকে হারিয়েছে। এই পরিস্থিতিতি বুধবারের ম্যাচ ভারত-আমেরিকা, দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিন টস জিতে প্রথমে বোলিং নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আমেরিকা ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করেছে।