T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে গোটা দেশে আলোচনা চলছে। দুজনেই বিসিসিআইয়ের (BCCI) কাছে টি২০ ফরম্যাটে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। সমর্থকরা দুই মহাতারকার ভবিষ্যত প্রশ্নে দ্বিধাবিভক্ত হলেও জাতীয় দলের প্রাক্তন তারকারা একে একে পাশে দাঁড়াচ্ছেন কোহলি-রোহিতের। এর আগে সুনীল গাভাসকার এবং ইরফান পাঠান সরাসরি রোহিত-কোহলিকে টি২০ বিশ্বকাপে অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছিলেন। দুজনে নিজস্ব কারণ-ও ব্যক্ত করেছিলেন। এবার দুই মহারথীর জন্য মুখ খুললেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
রেভ স্পোর্টস-কে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টি২০ বিশ্বকাপে রোহিত-বিরাট দুজনকেই জায়গা দেওয়া উচিত। বলে দিয়েছেন, রোহিতেরই উচিত কুড়ি ওভারের বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া। "অবশ্যই রোহিতের উচিত হবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া। বিরাট কোহলিরও স্কোয়াডে থাকা উচিত। ও একজন অসাধারণ ক্রিকেটার। (১৪ মাস পরে ফিরলেও) কোনও সমস্যা হবে না।"
বিরাট-রোহিত দুজনেই কুড়িতম ওভারের ক্রিকেটে অংশ নেননি দীর্ঘদিন। শেষবার দুজনেই টি২০ ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন অস্ট্রেলিয়ায়। তারপর টিম ইন্ডিয়ার একের পর এক টি২০ সিরিজে অনুপস্থিত থেকেছেন দুজনে। টি২০'তে না খেললেও রোহিত-বিরাট দুজনেই সমস্ত ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন। ২০২৩-এ বিরাট টেস্ট এবং ওয়ানডেতে নয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পরে ভারতের জোড়া টি২০ সিরিজে (অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলেননি দুই মহারথী। তবে জুনে ওয়ার্ল্ড কাপের বাকি রয়েছে মাত্র পাঁচ মাস। সেই বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন দুজনেই।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট দুজনকে টি২০ স্কোয়াডে চাইছে না। অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকরা তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ঘোষণায় বিলম্ব করে ফেলেছেন। এমন অবস্থায় জয় শাহের মতামতের ওপর নির্ভর করছে দুই তারকার ভাগ্য।
যাইহোক, বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ জিতেছে। টি২০ এবং টেস্ট সিরিজ ড্র রাখতে সমর্থ হয়েছেন কোহলি-রিঙ্কু সিংরা। প্রবল সমালোচনার মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। সেই জন্য সৌরভ জানিয়েছেন, "একটা ম্যাচ হারলেই অনেকে অনেক কথা বলবে। ভারত শক্তিশালী দল। কিন্তু কীভাবে ভারত বিশ্বকাপে খেলেছে, সেটাও সবাই দেখুক। দক্ষিণ আফ্রিকায় গিয়েও ওঁরা ওয়ানডে সিরিজ জিতেছে। টি২০ এবং টেস্ট সিরিজ ড্র করেছে।"