Sunil Gavaskar on Rishabh Pant: ভারতীয় দলের উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকে সুযোগ দেওয়ার পক্ষে জোরদার সওয়াল করলেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকার। আর কয়েক মাস পরেই টি২০ বিশ্বকাপ। সেখানে পন্থকেই উইকেটরক্ষক দেখতে চান বলে গাভাসকার জানিয়েছেন।
২০২২ সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডের কাছে ঋষভ পন্থের গাড়ি রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে। তারপর গাড়িটিতে আগুন ধরে যায়। সেই ভয়ংকর দুর্ঘটনা থেকে যদিও পন্থ কোনওরকমে রক্ষা পেয়েছেন। কিন্তু, চোট পাওয়ায় তারপর থেকে আর ম্যাচ খেলেননি। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতিমধ্যে তাঁর নিলাম হয়ে গিয়েছে। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। ওই ফ্র্যাঞ্চাইজির হয়েই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করবেন। তবে, তাঁর ফর্ম না-দেখা পর্যন্ত সেনিয়ে প্রশ্ন আছে অনেকেরই। গাভাসকার কিন্তু, সেসব জানা সত্ত্বেও পন্থকে খেলানোর পক্ষেই সওয়াল করেছেন।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় ৫-৫ বার বিধ্বংসী ইনিংসেও ব্রাত্য তারকা! বোর্ডের চরম রাজনীতি প্রকাশ্যে
গাভাসকারকে প্রশ্ন করা হয়েছিল, টি২০ বিশ্বকাপে কেএল রাহুলকে কি ভারতীয় দলে কিপার হিসেবে খেলানো উচিত? এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গাভাসকার বলেন, 'আমি তাঁকে (কেএল রাহুল) উইকেটরক্ষক হিসেবেও দেখি। কিন্তু, তার আগে একটা কথা বলব: ঋষভ পন্থের যদি এক পা ফিট থাকে, তাঁরই দলে আসা উচিত। কারণ, তিনি প্রতিটি ফরম্যাটে গেম চেঞ্জার। আমি যদি নির্বাচক হই, আমি তাঁর নামই প্রথমে রাখব। তবে, যদি ঋষভ পন্থকে না-পাওয়া যায়, তখন কেএল রাহুল উইকেট কিপিং করলেই ভালো। এতে দলের ভারসাম্যও তৈরি হবে। তারপরে চাইলে তাঁকে ওপেনার হিসেবেও খেলাতে পারেন। অথবা মিডল অর্ডারের ফিনিশার হিসেবে ৫ বা ৬ নম্বরেও ব্যবহার করতে পারেন।'
টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজটি ভারতের শেষ টি২০ খেলা। যার অর্থ, বিশ্বকাপের দল বাছতে আইপিএলের পারফরম্যান্সে জোর দেওয়া হবে। এই প্রসঙ্গে পন্থ ছাড়াও রোহিত ও বিরাটের হয়েও সওয়াল করেছেন গাভাসকার। তিনি বলেছেন, আইপিএলের পারফরম্যান্স যেমনই হোক, রোহিত আর বিরাটকে টি২০ বিশ্বকাপ দলে নেওয়া উচিত।
ক্রিকেট কিংবদন্তি এই প্রসঙ্গে বলেন, 'আমি মনে করি আইপিএলের ফর্ম গুরুত্বপূর্ণ। কারণ, সেটাই বর্তমান ফর্ম। আফগানিস্তান সিরিজ জানুয়ারিতে। বিশ্বকাপ জুনে। তাই মার্চ, এপ্রিল এবং মে মাসে যাঁর ফর্ম ভালো থাকবে, তাকে প্রথমে বিবেচনা করা উচিত। সেই সঙ্গে আমি এটাও বলব যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির যদি আইপিএলে ফর্ম সাধারণও থাকে, ১৪টার মধ্যে যদি পাঁচটা ম্যাচেও ভালো খেলে, তাহলেও তাঁদের দলে (টি২০ বিশ্বকাপ) নেওয়া উচিত।'
আরও পড়ুন- কুৎসিত গালি খেয়ে পেট ভরেছিল রোহিতের, সাক্ষী ছিলেন বাংলার তারকা! বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে
এরপর তিনি কোহলি এবং রোহিতকে নিয়ে একটি 'আউট অফ দ্য বক্স' পরামর্শ দেন। গাভাসকার বলেন, 'আমি এটাই বলব যে, আপনি যদি রোহিত আর বিরাটকে প্রথম ১৫-য় নিতে না-ও পারেন, তবুও শুধুমাত্র তাঁদের অভিজ্ঞতার জন্যই বিশ্বকাপ দলের সঙ্গে নিয়ে যান। এতে দলের বাকিদের আত্মবিশ্বাস বাড়বে।'