Rinku Singh in t20 World Cup: যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনিদের মত কিংবদন্তি ফিনিশারের খোঁজে ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেই আশা অবশেষে মিটেছে রিঙ্কুর সিংয়ের আগমনে। নিজের ছোটখাটো কেরিয়ারে সম্ভবনা জাগিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। আন্তর্জাতিক পর্যায়ে অভিষেকের পর ১৫টি টি২০ ম্যাচ খেলেছেন উত্তরপ্রদেশের রিঙ্কু। আর তাতেই নিজের জাত চিনিয়েছেন। ১৫ টি ম্যাচের ১১ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন কেকেআর (KKR) তারকা। এর মধ্যে ৭ বার-ই অপরাজিত থেকে বাইশ গজ ছেড়েছেন তারকা। ৮৯ গড় এবং ১৭৬.২৪ স্ট্রাইক রেট তাঁর নামের পাশে।
আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে রিঙ্কু মাত্র পঞ্চম ওভারে ব্যাটিং করতে নেমেছিলেন। অনভ্যস্ত পরিস্থিতিতে ব্যাট করতে নেমে পরিণত বিধ্বংসী ইনিংসে যোগ্য সঙ্গত করে গেলেন ক্যাপ্টেন রোহিতকে। কঠিন সময়ে পঞ্চম উইকেটে রোহিত শর্মার সঙ্গে ৯৩ বলে ১৯০ রানের টর্নেডো পার্টনারশিপ গড়ে যান তারকা।
রিঙ্কু যে টি২০ ওয়ার্ল্ড কাপে থাকছেন-ই, তা নিয়ে সন্দেহ নেই। তবে প্রজম একাদশে কি তাঁকে নিয়মিত খেলানো হবে? হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব প্ৰথম একাদশে খেললে কী রিঙ্কুর স্থান সঙ্কুলান হবে? প্রশ্ন উঠে যাচ্ছে।
আরও পড়ুন: আউট হয়েও ফের সুপার ওভারে ব্যাটিং রোহিতের! আফগানদের চড়া আপত্তিতে সামনে এল ICC-র নিয়ম
সূর্য-হার্দিকের আগমনে কেমন হতে পারে ভারতের টিম কম্বিনেশন?
সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া খেললে রিঙ্কু সম্ভবত জায়গা হারাবেন। সূর্য-হার্দিকের অন্তর্ভুক্তি ঘটলে স্রেফ ওপেনিং এবং উইকেটকিপার-ব্যাটার পজিশনে স্লট ওপেন থাকবে। দেখে নেওয়া যাক, কেমন হতে চলেছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ-
গিল নয়, রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে জায়গা পাকা যশস্বী জয়সোয়ালের। তিনে যথারীতি থাকবেন বিরাট কোহলি। মিডল অর্ডার মাতাতে থাকবেন টি২০-এ একনম্বর ব্যাটার সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার কোটায় হার্দিক পান্ডিয়া। এরপরে ছয় নম্বরে থাকবেন একজন উইকেটকিপার-ব্যাটার। এই জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন তিনজন- টিম ম্যানেজমেন্টের রোষানলে পড়ে যাওয়া ঈশান কিষান, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। সাত নম্বর জায়গায় রিঙ্কুকে খেলালে একজন বোলার কম খেলাতে হবে। মাত্র চারজন বোলার নিয়ে খেলতে হবে ভারতকে। যা সম্ভব নয়।
অক্ষর-জাদেজার অন্তর্ভুক্তিতে সমস্যা আরও জটিল হবে:
স্পিনার-অলরাউন্ডার কোটায় অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা খেলবেন। দুজনের মধ্যে একজন খেললে স্পেশ্যালিস্ট বোলার হিসাবে জায়গা থাকবে মাত্র তিনজনের। হার্দিক পান্ডিয়া বতর্মানে ইনজুরিতে। চোট সারিয়ে আইপিএলে মুম্বইয়ের জার্সিতে নেতা হিসেবে দেখা যাবে তারকাকে। তবে তিনি বোলিং করবেন কিনা স্পষ্ট নয়। আর হার্দিক বোলিং না করলে তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্টের প্ল্যান কী হবে, সেই আঁচ পাওয়া যায়নি।
ঈশান কিষান পর্ব:
যদি টিম ম্যানেজমেন্ট চারজন স্পেশ্যালিস্ট বোলার খেলাতে চায়, তাহলে শিকে ছিঁড়তে পারে ঈশানের। চার বোলার খেলাতে হলে এমন একজনের সন্ধানে থাকবে টিম ইন্ডিয়া যিনি একই সঙ্গে উইকেটকিপার এবং ওপেনার। সেক্ষেত্রে ঈশান কিষান জাতীয় টি২০ দলে একদম আদর্শ চয়েস। ঈশান কিষান খেললে যশস্বী জয়সোয়াল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন প্ৰথম একাদশের বাইরে যাবেন। ঈশান খেললে জায়গা খুলে যাবে রিঙ্কু সিংয়ের-ও।
টি২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য একাদশ
১ নম্বর অপশন: যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা/সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা এবং (রিঙ্কু খেললে) তিন স্পেশ্যালিস্ট বোলার
২ নম্বর অপশন: ঈশান কিষান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রবীন্দ্র জাদেজা/অক্ষর প্যাটেল এবং চার স্পেশ্যালিস্ট বোলার
অর্থাৎ, রিঙ্কুর টি২০ ওয়ার্ল্ড কাপে জায়গা পাওয়ার বিষয়টি অনেকটাই ঈশান কিষানের অন্তর্ভুক্তির ওপর নির্ভরশীল।