Advertisment

Team India t20 World Cup Squad: এত ভালো খেলেও বিশ্বকাপে বাদ স্যামসন, বোর্ডের বড়সড় আপডেটে একের পর এক তারকার মাথায় হাত

Sanju Samson, Shubman Gill to be left out: নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। শনিবারই তিনি দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের মধ্যেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছেন। রোহিত মঙ্গলবার লখনউ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিম মিটিংয়ে যোগ দেবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Team India

Rohit Sharma-Team India: মঙ্গলবার পুরো নির্বাচক কমিটির বৈঠক। থাকবেন অধিনায়ক এবং কোচও। (ছবি- এক্সপ্রেস)

Team India's t20 World Cup selection: আইপিএলের পরেই জুনে শুরু টি-২০ বিশ্বকাপ। তার দল নির্বাচন করতে মঙ্গলবারই বৈঠক করতে চলেছে নির্বাচক কমিটি। আহমেদাবাদের এই বৈঠকে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়ও। আলোচনায় সঞ্জু স্যামসন ও শুভমান গিলকে স্কোয়াডে নেওয়া নিয়ে আলোচনা হতে পারে বলেই শোনা যাচ্ছে। পাশাপাশি ধ্রুব জুরেল, জিতেশ শর্মা ও কেএল রাহুলকে নিয়েও আলোচনা হতে পারে।

Advertisment

ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। শনিবারই তিনি দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের মধ্যেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছেন। রোহিত মঙ্গলবার লখনউ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিম মিটিংয়ে যোগ দেবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি ও অস্ট্রেলিয়ার ব্যর্থতা এবারের টি-২০ বিশ্বকাপে ভুলতে মরিয়া নির্বাচকরা। সেভাবেই তাঁরা দল সাজাতে চান।

এজন্য আগেই নির্বাচক কমিটির প্রধান আগরকার বলে দিয়েছিলেন, আইপিএলের পারফরম্যান্সের ওপর তাঁদের নজর থাকবে। তার ভিত্তিতেই টিম নির্বাচন হবে। বর্তমান পরিস্থিতিতে স্কোয়াডের ভারসাম্য রাখাটাই নির্বাচকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানা গিয়েছে। একাদশের মধ্যে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি প্রথম তিনে থাকছেন। কেএল রাহুল এবারের আইপিএলে ব্যাট ভালোই করেছেন। ২৯ বছর বয়সি স্যামসনও খারাপ করেননি। কিন্তু, নির্বাচকদের ভাবাচ্ছে রাজস্থানের হয়ে স্যামসনের তিন নম্বরে ব্যাট করতে নামাটা। ব্যাটিং অর্ডারে প্রথম তিনে কোনও রদবদল করতে চাইছেন না নির্বাচকরা।

স্যামসন চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৬১.০৯ স্ট্রাইক-রেটে ৩৮৫ রান করেছেন। তিনি দলে থাকলে মিডল অর্ডার শক্তিশালী হবে। এমনটাই ভেবে রেখেছেন নির্বাচকরা। তবে, চার নম্বরে নামতে পারেন সূর্যকুমার যাদব। এমনটা হলে কোহলি আরসিবির হয়ে ওপেন করলেও বিশ্বকাপে তিন নম্বরে নামবেন। আর, যাদব মুম্বইয়ের হয়ে তিন নামলেও, বিশ্বকাপে পিছিয়ে চার নামতে বাধ্য হবেন। তবে, স্যামসনের ব্যাপারে কিছুটা নিশ্চয়তা থাকলেও ১৫ জনের স্কোয়াডে যে গিল থাকবেনই, তার কিন্তু, কোনও নিশ্চয়তা নেই। কারণ, দলে অতিরিক্ত ব্যাটার হিসেবে ইতিমধ্যেই নির্বাচকদের পছন্দের তালিকায় আছেন রিংকু সিং। এর পাশাপাশি বাঁহাতি ঋষভ পন্থও থাকবেন নির্বাচকদের আলোচনায়।

আরও পড়ুন- ধোনির শাশুড়ি ধোনির থেকেও ধনী! কোটি কোটি টাকার সম্পদ, কী করেন, জানলে চমকে উঠবেন

অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার বিকল্প নির্বাচকরা এখনও খুঁজে পাননি। পাশাপাশি অলরাউন্ডার শিবম দুবেও ১৫ জনের স্কোয়াডে থাকতে পারেন। এছাড়াও আলোচনায় আসতে চলেছেন স্পিনিং ত্রয়ী রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইও। চাহাল ভালো ফিল্ডার নন, সেই কারণে সম্ভবত বাদ পড়তে চলেছেন। ১৫ জনের দলে তিনজন ফাস্ট বোলার জায়গা পেতে পারেন- জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আরশদীপ সিং।

T20 World Cup Indian Team Rohit Sharma T20 BCCI Indian Cricket Team
Advertisment