Advertisment

T20 World Cup 2024 warm-up matches: বিশ্বকাপের আগেই বাংলাদেশের মুখোমুখি ভারত! নাগিনদের মোকাবিলায় ছক কষা শুরু রোহিত-কোহলিদের

T20 World Cup 2024 warm up matches fixtures: পাকিস্তান ও ইংল্যান্ডের কোনো প্রস্তুতি ম্যাচ নেই, দুই দল এই মাসে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh t20 World Cup warm up match: প্রস্তুতি ম্যাচে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হবে (টুইটার)

India vs Bangladesh, t20 World Cup warm up match: বৃহস্পতিবার আইসিসির তরফে জুনেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান মুলুকে টি২০ বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচের ঘোষণা করে দেওয়া হল।

Advertisment

ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। সেটা বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এই ম্যাচ গুলির মাধ্যমেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে।

পাকিস্তান এবং ইংল্যান্ড আবার কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলবে না। দুই দলই চলতি মাসের শেষদিকে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে।

আইসিসি তাদের প্রেস রিলিজে লিখেছে, আগের নিয়ম থেকে সরে এসে প্রত্যেক দল দুটো করে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে তাঁরা কোন সময়ে টুর্নামেন্টে হাজির হচ্ছে তার ওপর। এই প্রস্তুতি ম্যাচে দুই দলই ২০ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। এবং ম্যাচগুলি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত হবে না। ১৫ জনের স্কোয়াডের সকলকে খেলানোর অপশন থাকছে।

অন্যান্য হেভিওয়েট প্রস্তুতি ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ এবং টোব্যাগোয় ৩০ মে খেলবে অস্ট্রেলিয়া। ২৯ মে দক্ষিণ আফ্রিকা ফ্লোরিডায় আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

সোমবার 27 মে
কানাডা বনাম নেপাল, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস, রাত 9:00 PM IST
ওমান বনাম পাপুয়া নিউ গিনি, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো, 12:30 AM IST
নামিবিয়া বনাম উগান্ডা, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো, সকাল 4:30 AM IST

মঙ্গলবার 28 মে
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ব্রোওয়ার্ড কাউন্টি, ফ্লোরিডা, রাত ৮:০০ PM IST
বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস, রাত 9:00 PM IST
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো, সকাল 4:30 AM IST

বুধবার 29 মে
দক্ষিণ আফ্রিকা আন্তঃ-স্কোয়াড, ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ব্রোওয়ার্ড কাউন্টি, ফ্লোরিডা, রাত ৮:০০ PM IST
আফগানিস্তান বনাম ওমান, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো, রাত 10:30, IST

30 মে বৃহস্পতিবার
নেপাল বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস, রাত 9:00 IST
স্কটল্যান্ড বনাম উগান্ডা, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো, রাত 8:00 IST
নেদারল্যান্ডস বনাম কানাডা, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস, 1:30 AM IST
নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো, 12:30 AM IST
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ এবং টোবাগো, সকাল 4:30 AM IST

শুক্রবার 31 মে
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ব্রওয়ার্ড কাউন্টি, ফ্লোরিডা, রাত ৮:০০ PM IST
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো, রাত 8:00 IST

১ জুন শনিবার
বাংলাদেশ বনাম ভারত, ভেন্যু টিবিসি, মার্কিন যুক্তরাষ্ট্র

T20 World Cup Indian Team Bangladesh Cricket ICC Cricket World Cup Indian Cricket Team ICC Bangladesh Cricket Team
Advertisment