Advertisment

Virat Kohli: ৫ দিন পরেই ধুন্ধুমার বাংলাদেশ ম্যাচ! দলের একনম্বর তারকাকেই পাচ্ছে না টিম ইন্ডিয়া

T20 World Cup 2024: আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। ৭৪১ রান করে কমলা টুপির মালিক তিনি। সিজনের ১৫ ম্যাচেই অংশ নিয়েছেন। পাঁচ ফিফটি সহ একটা শতরান-ও হাঁকিয়েছেন। তবে এলিমিনেটরে রাজস্থানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh t20 World Cup warm up match: প্রস্তুতি ম্যাচে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হবে (টুইটার)

T20 World Cup and Team India, Virat Kohli: বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নিউক্লিয়াস তিনি। সেই বিরাট কোহলিই ১ জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন না। আইপিএল শেষের পর আপাতত মিনি-ব্রেক-এ রয়েছেন কিং কোহলি।

Advertisment

শনিবার-ই একদফায় ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ খেলতে রওনা দিয়েছেন। মঙ্গলবার বাকি ক্রিকেটাররা যাত্রা শুরু করবেন। আইপিএল ফাইনালে না ওঠা ভারতীয় তারকারা পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কোহলি এই দলের সঙ্গে বিশ্বকাপে রওনা দেননি। একইভাবে হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনের যাত্রাও বিলম্ব ঘটবে। সঞ্জু স্যামসন বোর্ডকে জানিয়েছেন, দুবাইয়ে তাঁর ব্যক্তিগত কাজ রয়েছে। বোর্ড-ও তিন তারকার বিলম্বে যাত্রা মেনে নিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের পর এবার হার পাকিস্তানের! বাটলারের ব্যাট থেঁতলে দিল বাবর-শাহিনদের

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বোর্ডের এক কর্তা বলেছেন, "কোহলি আমাদের আগে থেকেই জানিয়ে রেখেছিল ও দলের সঙ্গে দেরিতে যোগ দেবে। সেই কারণে বোর্ডের তরফে কোহলির ভিসা পরবর্তী দিনে নির্ধারণ করে রাখা হয়েছিল। ৩০ মে একদম সাত সকালে ও নিউ ইয়র্কের প্লেনে বসবে। বোর্ড ওঁর অনুরোধ মেনে নিয়েছে।"

আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। ৭৪১ রান করে কমলা টুপির মালিক তিনি। সিজনের ১৫ ম্যাচেই অংশ নিয়েছেন। পাঁচ ফিফটি সহ একটা শতরান-ও হাঁকিয়েছেন। তবে এলিমিনেটরে রাজস্থানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

শনিবার টিম ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, কুলদীপ যাদব, শুভমান গিল, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ সহ সাপোর্ট স্টাফেরা রওনা দিলেন।

৫ জুন ভারত টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে আয়ারল্যান্ডের বিপক্ষে। তারপর ৯ জুন ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করবে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

T20 World Cup Indian Team Virat Kohli ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment