Advertisment

Unmukt Chand: বিশ্বকাপজয়ী ভারতীয় ক্যাপ্টেন-ই এবার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার প্রতিপক্ষ! বদলা নেবেন সুদে-আসলে

Unmukt Chand against India 2024: যুব পর্যায়ের স্ফুলিঙ্গ হয়ে ওঠা তারকা দাউদাউ আগুন হয়ে সিনিয়র পর্যায়ে জ্বলে উঠতে পারেননি। উন্মুক্ত চাঁদ বহুদিন-ই ভারতীয় ক্রিকেটে অতীত। দেশে সুযোগ না পেয়ে অবসর নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, India u19 Cricket Team, t20 World Cup

Indian Cricket Team: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে টিম ইন্ডিয়া (টুইটার)

ICC t20 World Cup 2024, Unmukt Chand: ২০১২-য় যুব বিশ্বকাপে ভারতকে ইতিহাসে পৌঁছে দিয়েছিলেন। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। আর ১১১ রানের ক্যাপ্টেন্স নক খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। শুরুটা আশা জাগিয়ে হয়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটে অতীত হয়ে গিয়েছেন তিনি।

Advertisment

যুব পর্যায়ের স্ফুলিঙ্গ হয়ে ওঠা তারকা দাউদাউ আগুন হয়ে সিনিয়র পর্যায়ে জ্বলে উঠতে পারেননি। উন্মুক্ত চাঁদ বহুদিন-ই ভারতীয় ক্রিকেটে অতীত। দেশে সুযোগ না পেয়ে অবসর নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন। সেখানে মেজর লিগ সকার তো বটেই প্ৰথম ভারতীয় হিসাবে বিগব্যাশ লিগেও খেলে ফেলেছেন।

আরও পড়ুন- মাঠেই ভারতীয়দের কুৎসিত অঙ্গভঙ্গি, গালির বন্যা! টাইগার তারকাকে ‘ছোবল’ দিয়ে সমঝে দিল

বেশ কয়েক বছর মার্কিন মুলুকে আস্তানা গাড়া উন্মুক্ত চাঁদকে এবার দেখা যাবে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে টি২০ বিশ্বকাপে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুগ্ম আয়োজক দেশ। আর আয়োজনের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র অটোমেটিক কোয়ালিফাই করেছে টি২০ বিশ্বকাপে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই গ্রুপে পড়ায় তাঁর সামনে সুবর্ণ সুযোগ থাকছে নিজের দেশের বিরুদ্ধে জ্বলে ওঠার।

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার প্রতীক্ষা এখনই শুরু হয়ে গিয়েছে উন্মুক্তের। ক্রিকবাজ-কে তিনি জানিয়েছেন, "অদ্ভুত একটা ব্যাপার ঘটতে চলেছে। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিল যেকোনও পর্যায়ের ক্রিকেটে ইন্ডিয়ার বিপক্ষে নামার। তবে কোনও খারাপ লক্ষ্য থেকে নয়। বরং বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নিজেকে যাচাই করার স্পৃহা থাকছে আমার কাছে।"

নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে জুনের ১২ তারিখে। ২০২১-এ ভারতীয় ক্রিকেটে অবসর নেন উন্মুক্ত। তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্র্যান্সিসকোর বাসিন্দা তিনি।

অতীতে আইপিএলে খেলেছেন ২৮ বছরের দিল্লির তারকা। হাই প্রোফাইল লিগে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২১ ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। সবমিলিয়ে উন্মুক্তের ঝুলিতে রয়েছে ৮৪টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। কুড়ি কুড়ির ক্রিকেটে ৩টে সেঞ্চুরি, ৫টা হাফসেঞ্চুরি সমেত মোট ১৬৩৭ রান করেছেন, ২১.৫ গড়ে।

২০১২-য় যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় ১১১ করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। তারপরে উন্মুক্তকে ভারতের জাতীয় দলের পরবর্তী নক্ষত্র হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে টিম ইন্ডিয়ার হয়ে তাঁর যাত্রাপথ কিক অফ-ই করল না। নির্বাচকরা কখনই সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ দেননি উন্মুক্তকে।

Indian Cricket Team T20 World Cup Indian Team USA
Advertisment